শেষ আপডেট: 2nd March 2024 08:29
দ্য ওয়াল ব্যুরো: যে কথাটা তাপস রায়ও এতদিন বলতে পারেননি। বলার ইচ্ছা থাকলেও হয়তো কষ্ট করে এটুকু সংযম রেখেছিলেন। সেই কথাটা এবার যা তা কথায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলে দিলেন তৃণমূলের সদ্য প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ।
কুণাল অবশ্য সুদীপের নাম মুখে আনেনি। তবে শুক্রবার টুইট করে লিখেছেন, “নরেন্দ্র মোদী বাংলার মাটিতে একরাশ কুৎসা করে গেলেন। যুক্তিতে তাঁকে ধুয়ে দেওয়া যায়। কিন্তু ঘটনা হল তাঁর কড়া সমালোচনার মূল দায়িত্ব যাঁদের, দুটি আলাদা বিরোধী দলের লোকসভার দলনেতারা তো প্রধানমন্ত্রীরই লোক।”
কুণালের কথায়,“এঁদের সঙ্গে বিজেপির যোগাযোগ। এই দুজনকে দুভাবে ব্যবহার করেন মোদী।” এখানেই না থেমে কুণাাল লিখেছেন, “একজনকে রোজ ভ্যালি থেকে বাঁচিয়ে গলায় বকলস পরিয়ে রেখেছেন (মোদী)।”
বাংলা থেকে লোকসভায় দুই বিরোধী নেতা হলেন অধীর চৌধুরী ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। অধীর লোকসভায় কংগ্রেসের দলনেতা আর সুদীপ তণমূলের। তাই কুণাল কারও নাম মুখে না আনলেও ইঙ্গিত পরিষ্কার। এঁদের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। তাঁকে ভুবনেশ্বরে জেল হেফাজতে রাখা হয়েছিল। পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন পেয়েছিলেন সুদীপ।
সুদীপ জামিন পাওয়ার সময়ে আপাত দর্শনে তাঁর যা অসুস্থতা ছিল তা এখন উপর থেকে দেখলে নেই। তা ছাড়া জামিনে মুক্ত হওয়ার পর উনিশের লোকসভা ভোটে সুদীপ লড়েছেন এবং জিতেওছেন। কিন্তু কোনও এক আশ্চর্য কারণবশত সিবিআই সুপ্রিম কোর্টে সুদীপের জামিন চ্যালেঞ্জ করেনি। সুদীপ যে এখন সুস্থ, দিব্য কলকাতা-দিল্লি করে বেড়াচ্ছেন তা সর্বোচ্চ আদালতে গিয়ে বলেনি।
সম্ভবত সেই কারণেই এদিন ‘রোজ ভ্যালি থেকে বাঁচিয়ে গলায় বকলস পরিয়ে রাখার’ কথা বলেছেন কুণাল। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, রোজ ভ্যালি কাণ্ডের জন্যই এক বিরোধী নেতা মোদীর সঙ্গে আপস করে চলছেন।
বিজেপি তথা নরেন্দ্র মোদীর সঙ্গে সুদীপের সখ্য নিয়ে এর আগে উত্তর কলকাতার দাপুটে নেতা বরাহনগরের বিধায়ক তাপস রায় বার বার খোঁচা দিয়েছেন। খোলাখুলি সুদীপের সমালোচনাও করেছেন। তবে তাপস রায় রোজভ্যালি কাণ্ডের কথা কখনও তোলেননি। কিন্তু কুণাল সেটাও বাদ রাখলেন না।
উত্তর কলকাতা লোকসভা আসনে সুদীপ এবারও দাবিদার। কিন্তু ঘটনা হল, ভোটের আগে সুদীপকে কেন্দ্র করে সেখানে তৃণমূলের দলীয় রাজনীতি এখন খুবই কর্দমাক্ত হয়ে গেল। এ ব্যাপারে আগামী কয়েকদিনে আরও কিছু রোমহর্ষক ঘটনা দেখা যেতে পারে বলেই মনে করা হচ্ছে।