শেষ আপডেট: 26th March 2024 15:17
দ্য ওয়াল ব্যুরো: এবার ঘরে বসেই রাজ্যের কোন কোন এলাকায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কোথায় কোথায় তাঁরা রুটমার্চ করছেন- এই সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন সাধারণ মানুষ।
এই প্রথমবারের জন্য এই ব্যবস্থা গ্রহণ করল কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, ceowestbengal.nic.in-এই ওয়েবসাইটে রুটমার্চ নামে একটি অংশে ক্লিক করলেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সম্পর্কে যাবতীয় তথ্য জানা যাবে।
সূত্রের খবর, রুটমার্চে স্বচ্ছতা আনতে এই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে কোনও ব্যক্তি বা দল যদি মনে করে কোনও নির্দিষ্ট জায়গায় রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাচ্ছে না বা রুট মার্চ করাচ্ছে না, তা-হলে জেলার নির্বাচনী আধিকারিককে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
ভোট ঘোষণার আগেই এবারে নজিরবিহীনভাবে বাংলায় এসেছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জেলায় রুট মার্চও শুরু হয়ে গেছে। কমিশন সূত্রের খবর, ১ এপ্রিল রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
বাংলায় প্রথম দফার তিনটি আসনের নির্বাচনের জন্য ২২৫ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হতে পারে। সূত্রের খবর, এমনই পরিকল্পনা করেছে জাতীয় নির্বাচন কমিশন।
তবে ইতিমধ্যেই রুটমার্চ নিয়ে অভিযোগ আসছে কমিশনের কাছে। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে স্বচ্ছতা আনতে সমস্ত তথ্য কমিশন ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরতে শুরু করল।
প্রসঙ্গত, চলতি নির্বাচনের জন্য বেনজিরভাবে বাংলায় সর্বোচ্চ ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এত আধাসেনা দেশের আর কোনও রাজ্যে মোতায়েন হচ্ছে না।