শেষ আপডেট: 28th April 2024 21:12
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার আনন্দপুরে বিজেপির নেত্রীকে চপারের কোপ মারার অভিযোগ উঠেছে। গুরুতর জখম বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার মণ্ডল সভানেত্রী সরস্বতী সরকার। এই ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে থানা ঘেরাও করে গেরুয়া শিবির। সন্ধের দিকে উত্তেজনা আরও বাড়ে সেখানে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এই বিষয়ে হস্তক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন।
আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য বিজেপি দায়ী করেছে তৃণমূলকে। এই ঘটনায় জাতীয় মহিলা কমিশন রাজ্যের ডিজিকে চিঠি পাঠিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কমিশন জানিয়েছে, কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ইতিমধ্যেই কসবার ঘটনা নিয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্য পুলিশের ডিজিকে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কড়াব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। রাজ্যের মহিলাদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে এবারও সরব হয়েছে তাঁরা। সন্দেশখালির ঘটনাতেও সরকারের সমালোচনা করেছিল। রাষ্ট্রপতি শাসনের দাবি করেছে মহিলা কমিশন।
The National Commission for Women strongly condemns the heinous assault on Ms. Saraswati Sarkar, President of South Kolkata’s Kasba Mandal. This shocking incident underscores a disturbing pattern of violence against women in West Bengal. Hon’ble chairperson @sharmarekha has sent…
— NCW (@NCWIndia) April 28, 2024
ঠিক কী ঘটেছে আনন্দপুরে? শনিবার রাতে আনন্দপুরের চৌবাগা এলাকায় পোস্টার লাগাতে বেরিয়েছিলেন দলীয় নেতা-কর্মীরা। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন তাঁদের উপর চড়াও হয়। ছিঁড়ে দেওয়া হয় তাঁদের পোস্টার, ব্যানার। তারপরই দুষ্কৃতীদের বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কসবা মণ্ডলের সভানেত্রী সরস্বতী সরকারকে কোপানো হয়।
রবিবার সকালে সরবস্বতী সরকারের বাড়িতে যান দেবশ্রী চৌধুরী। তারপর তাঁকে সঙ্গে নিয়ে থানায় আসেন বিজেপি প্রার্থী। ওসির সঙ্গে দেখা করতে চান তাঁরা। সেসময় ওসি না থাকায় থানার সামনে বিজেপি কর্মীদের নিয়ে দেবশ্রী চৌধুরীকে অবস্থান বিক্ষোভ করতে দেখা যায়। ঘটনায় পুলিশমন্ত্রীকে নিশানা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।