শেষ আপডেট: 30th April 2024 13:02
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: মণ্ডল সভাপতি সহ আরও দু’জন বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। আহত তিনজনকেই সোমবার রাতে কৃষ্ণনগর জেলার শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি মণ্ডল সভাপতি তাপস দেবনাথ দলের দুই কর্মীকে নিয়ে এদিন রাতে দেওয়াল লিখন ও ফ্ল্যাগ লাগানোর কাজে ব্যস্ত ছিলেন। অভিযোগ সেই সময়েই কয়েকজন দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায় এবং মারধর করে। এই ঘটনায় গুরুতর জখম হন তাপসবাবু ও তাঁর দুই সঙ্গী। তিনজনকেই শক্তিনগর হাসপাতালে নিয়ে যান দলের সদস্যরা। ওই হাসপাতালে তাঁরা এখন চিকিৎসাধীন রয়েছেন।
রাতেই আহত কর্মীদের হাসপাতালে দেখতে যান রানাঘাট বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ও রাজ্য বিজেপির মুখপাত্র রাজশ্রী লাহিড়ী। এই ঘটনার তীব্র সমালোচনা করেন তাঁরা। দোষীরা গ্রেফতার না হলে বিজেপি আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জগন্নাথবাবু। তাঁর দাবি, " তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। এই ভাবে হামলা করে ভয়ের আবহ তৈরি করে এলাকার দখল নিতে চাইছে তারা।"
বিজেপি প্রার্থীর অভিযোগের উত্তরে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনা বিজেপির গোষ্ঠীকোন্দলের জের। বিজেপির একাংশ জগন্নাথ সরকারকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারছেন না। নিজেদের গোষ্ঠীকোন্দল ঢাকতে তৃণমূলের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এই ঘটনায় তৃণমূল জড়িত নয়।