শেষ আপডেট: 24th April 2024 18:40
দ্য ওয়াল ব্যুরো: প্রথম দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছিল। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ থাকলেও হিংসার ঘটনা পুরোপুরি আটকানো সম্ভব হয়নি। তাই পরবর্তী দফার ভোটে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হল। আরও বাড়বে নিরাপত্তা বাহিনীর সংখ্যা।
দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য বলছে, দ্বিতীয় দফার ভোটে মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে। যার মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় ৭৩ কোম্পানি, দার্জিলিং জেলায় ৫১ কোম্পানি, ইসলামপুর পুলিশ জেলায় ৫১, কালিম্পংয়ে ১৬, রায়গঞ্জ পুলিশ জেলায় ৬০ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ২১ কোম্পানি বাহিনী থাকছে।
দার্জিলিং আসনে মোট প্রার্থীর সংখ্যা ১৪ জন। তাঁদের মধ্যে পুরুষ ১২ জন, মহিলা ২ জন। আর এই আসনে মোট ১,৯৯৯টি বুথ আছে। রায়গঞ্জে মোট প্রার্থী রয়েছেন ২০ জন। তাঁদের মধ্যে পুরুষ ১৯ জন, মহিলা মাত্র ১ জন। আর বুথের সংখ্যা ১,৭৩০টি। আর বালুরঘাট আসনে মোট প্রার্থী ১৩ জন। সকলেই পুরুষ। ১,৫৬৯ বুথ রয়েছে সেখানে।
তৃতীয় দফায় ভোট রয়েছে উত্তর মালদহ, দক্ষিণ মালদহ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে। সেই প্রেক্ষিতে ভোটের দিন মোট ৩৩৪ কোম্পানি বাহিনী থাকবে। এর মধ্যে মালদহে থাকতে চলেছে ১৪৪ কোম্পানি, মুর্শিদাবাদে ১১৪ কোম্পানি। কৃষ্ণনগরে ১২ কোম্পানি এবং জঙ্গিপুরে ৬৪ কোম্পানি বাহিনী। এছাড়াও কিউআরটি টিম এবং রাজ্য পুলিশও মোতায়েন থাকছে ভোটের দিন নিরাপত্তা আরও জোরদার করতে।