শেষ আপডেট: 4th April 2024 16:32
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচন ঘোষণার আগেই বাংলায় পাঁচটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক সভা করে গিয়েছেন। দীনদয়াল উপাধ্যায় মার্গ সূত্রে খবর, লোকসভা ভোটের মূল পর্বের প্রচারের জন্য বাংলায় ১৪দিন আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ১৪দিনে ১৪টি সভা হবে তাঁর।
আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোচবিহারে প্রথম সভাটি করবেন প্রধানমন্ত্রী মোদী। কোচবিহারের রাসমেলা ময়দানে সেই সভা হবে। বিজেপির শীর্ষ সূত্রে বলা হচ্ছে, হিসাব মতো তিনটি করে লোকসভা পিছু একটি করে সভা হবে।
গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক আসনে জিতেছিল বিজেপি। দার্জিলিং থেকে শুরু করে মালদহ উত্তর পর্যন্ত সবকটি আসন তথা ৭টি লোকসভাতেই জিতেছিল গেরুয়া দল। এবারও প্রধানমন্ত্রীর সভা প্রথম তিন দফার জন্য উত্তরে পর্যাপ্ত সংখ্যায় হবে বলেই জানা যাচ্ছে। তিন দফার মধ্যে অন্তত চার থেকে পাঁচটি সভা হতে পারে উত্তরবঙ্গে। এমনকি অধীর চৌধুরীর এলাকা বহরমপুরেও নরেন্দ্র মোদীর সভার আয়োজনের পরিকল্পনা রয়েছে রাজ্য ও দিল্লি বিজেপির।
তবে সবচেয়ে বড় চমক বিজেপি দিতে চাইছে শেষ দফার নির্বাচনে। সপ্তম তথা শেষ দফায় কলকাতা ও দুই চব্বিশ পরগনায় ভোট রয়েছে। সূত্রের মতে, দক্ষিণ ২৪ পরগনায় একটিও আসন তারা জিততে পারবে না তা ধরেই নিয়েছে বিজেপি। তবে উত্তর কলকাতা ও উত্তর চব্বিশ পরগনাকে অতিশয় গুরুত্ব দেওয়া হচ্ছে। বিজেপি জোর দিতে চাইছে ব্যারাকপুর, দমদম, বারাসত, বনগাঁ ও উত্তর কলকাতা আসনে।
এর মধ্যে উত্তর কলকাতা আসনে চমক দিতে চাইছে বিজেপি। উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী করেছে কংগ্রেসি ঘরানার প্রবীণ নেতা তাপস রায়কে। উত্তর কলকাতায় বরাবরই তাপস রায়ের গ্রহণযোগ্যতা ও প্রভাব রয়েছে। এই আসনের জন্য প্রধানমন্ত্রী হয়তো কোনও সভা করবেন না। সিঁথির মোড় থেকে প্রায় ১০ কিলোমিটার রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী।
দক্ষিণ কলকাতা বা যাদবপুরের জন্য প্রধানমন্ত্রীর কোনও সভা নাও হতে পারে। তবে হাজরা মোড় থেকে দক্ষিণ শহরতলির থেকে একটা রোড শো করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
বিজেপি সূত্রে বলা হচ্ছে, এরই পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, স্মতি ইরানি, রবি কিষাণরা বাংলায় সভা করবেন।