শেষ আপডেট: 29th May 2024 14:16
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দাবি করেছিলেন, এবার সারা দেশের মধ্যে বাংলায় বিজেপির ফল হবে নজরকাড়া। বুধবার সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, "৪ জুনের পর তৃণমুলের সব হাওয়া বেরিয়ে যাবে। দুর্নীতি থেকে স্বজন পোষণ, সব দিক থেকে তৃণমূল সীমা ছাড়িয়েছে। এবার ভোটে বাংলার মানুষ তার জবাব দেবে।"
বুধবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপে মোদীর সভায় মথুরাপুরের পাশাপাশি জয়নগর এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীও উপস্থিত ছিলেন। তাঁদের দেখিয়ে মোদী বলেন, "আজ সারা বিশ্বে ভারতের পতাকা উড়ছে। এটা সম্ভব হয়েছে, আপনাদের এক একটা ভোট আমাদের শক্তিশালী করেছে বলেই। শেষ দফাতেও বাংলার প্রতিটি আসনে বিজেপি প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে হবে।"
মঙ্গলবার কলকাতায় রোড শো করেছিলেন মোদী। সেই প্রসঙ্গ টেনে এদিনের সভা থেকে মোদী বলেন, "ঘূর্ণিঝড়ের জন্য সভা করা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু কম সময়ের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে। আপনাদের ধন্যবাদ। কলকাতার মানুষকেও ধন্যবাদ। কলকাতার মানুষ রোড-শোতে যে ভালবাসা, আশীর্বাদ দিয়েছে, তা আমি ভুলতে পারব না।’’
১ জুন সপ্তম দফার ভোট। বুধবারই শেষ প্রচার। এদিন কাকদ্বীপের সভা সেরে ওড়িশা, পঞ্জাবে রওনা দেওয়ার আগে মোদী বলেন, "সারা দেশের মানুষ ১০ বছরের উন্নতি এবং ৬০ বছরে দুর্দশার বিচার করছে। ফলে ৪ জুন থেকেই বিকশিত ভারত নির্মাণ হবে।"
শেষ প্রচারে তৃণমূলের বিরুদ্ধে কাটমানি থেকে তোষণের অভিযোগ তুলে মোদী বলেন, ‘‘এরা উন্নয়নের সব কিছুতেই কাটমানি চায়। আবার তুষ্টিকরণের জন্য সংবিধানের উপরও হামলা চালিয়েছে। ওবিসিদের অধিকার কেড়ে মুসলিমদের দেওয়া হচ্ছে। এক্ষেত্রে হাইকোর্টকেও আক্রমণ করতে ছাড়ছে না।"
অভিযোগ করেছেন, তৃণমূল যেভাবে অনুপ্রবেশে মদত দিয়েছে তাতে মথুরাপুরের পাশাপাশি জয়নগর এবং ডায়মন্ড হারবারের জনবিন্যাস বদলে গিয়েছে। মোদীর দাবি, "বিজেপির রাজত্বে গত ১০ বছরে যেভাবে দেশের উন্নতি ঘটেছে একইভাবে আগামীদিনেও বাংলার উন্নয়ন করতে পারে একমাত্র বিজেপিই।"