Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
Md Salim

ভোট সকালের উত্তেজনা থিতিয়ে যেতেই খোশমেজাজে তরমুজ খেলেন মহম্মদ সেলিম, খেললেন ক্রিকেটও

বামপ্রার্থীর অভিযোগ, ওই বুথে সিপিএমের এজেন্ট ছিলেন মোস্তাক। তাঁকে মারধর করে ওই ভুয়ো এজেন্ট। 

ভোট সকালের উত্তেজনা থিতিয়ে যেতেই খোশমেজাজে তরমুজ খেলেন মহম্মদ সেলিম, খেললেন ক্রিকেটও

শেষ আপডেট: 7 May 2024 09:40

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভোট সকালের উত্তেজনা থিতিয়ে যেতেই বেশ ফুরফুরে মেজাজে মহম্মদ সেলিম। ডোমকলের মাঠে খেললেন ক্রিকেট, খেলেন তরমুজ। 

তৃতীয় দফার ভোটের সকালে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ উঠতেই সরব হয়েছিলেন মহম্মদ সেলিম। গোপীনাথপুরে ৩৬ নম্বর বুথে ঢুকে বের করে দিয়েছিলেন ভুয়ো এজেন্টকে। বামপ্রার্থীর অভিযোগ, ওই বুথে সিপিএমের এজেন্ট ছিলেন মোস্তাক। তাঁকে মারধর করে ওই ভুয়ো এজেন্ট। 

এরপরেই লোচনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর ৩৯ নম্বর বুথে মহম্মদ সেলিমের বিরুদ্ধে এক তৃণমূল কর্মীকে হেনস্থার অভিযোগ ওঠে। তৃণমূল কর্মী সারিকুল ইসলাম অভিযোগ করেন, সকাল থেকেই সিপিএম সমর্থকরা তাঁর ওপর চড়াও হন। পরে তাঁদের দলের প্রার্থী মহম্মদ সেলিম তাঁকে ধাক্কা দেন। হিটলার সরকার নামে অন্য এক তৃণমূল কর্মীও অভিযোগ করেন সেলিম তাঁকে কলার ধরে টেনেছেন, মারধরও করেছেন। তাঁকে গ্রেফতার করার দাবি তুলেছে তৃণমূল।    

ভোট সকালে সেলিমকে ঘিরে তুমুল উত্তেজনা থিতিয়ে যেতেই পরবর্তীতে বেশ খোশমেজাজেই দেখা যায় মুর্শিদাবাদের সিপিএম প্রার্থীকে। ডোমকলে লাল তরমুজে স্বস্তির কামড় দিতে দেখা যায় বাম কংগ্রেস জোট প্রার্থী মহম্মদ সেলিমকে। বললেন, "লাল শান্তি দেয়। সবুজ লালের মিশ্রণ বেশ ভালো।" এরপরেই ডোমকলের একটি মাঠে ক্রিকেট খেললেন দলীয় সমর্থকদের নিয়ে। ব্যাট হাতে সেলিমকে দেখে তখন কে বলবে এদিনই তাঁর ভাগ্য নির্ধারণ করছেন ভোটাররা। শরীরী ভাষায় ফুটে বেরোচ্ছিল আত্মবিশ্বাস।


ভিডিও স্টোরি