মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 25th May 2024 19:52
দ্য ওয়াল ব্যুরো: দমদম লোকসভা কেন্দ্রের তিনবারের সাংসদ সৌগত রায়ের সমর্থনে ইতিমধ্যেই একাধিক সভা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে বাগুইআটিতে সৌগতর সমর্থনে আরও একটি সভা করলেন। তবে এই সভা করার কথা ছিল না মমতার।
বাগুইআটির মঞ্চে দাঁড়িয়ে নিজেই একথা জানালেন তৃণমূল নেত্রী। এও জানালেন, কার 'আবদারে' মাত্র ১ দিনের নোটিসে তিনি এই সভা করার নির্দেশ দিয়েছিলেন।
মমতা বলেন, ‘‘দু’মাস ধরে রাস্তায় রয়েছি। বক্তৃতা করছি, মিছিল করছি, গলায় আর কিছু নেই। এরই মাঝে অদিতি (অদিতি মুন্সি) মেসেজ করল, 'তুমি এত খাটছ, ভয় লাগছে বলতে! আমাদের বাগুইআটির লোকজন তোমার জন্য অপেক্ষা করে রয়েছেন'।"
মমতা বন্দ্যোপাধ্যায় ও অদিতি মুন্সি।
এরপরই মঞ্চে উপস্থিত রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির দিকে তাকিয়ে হাসিমুখে মমতা বলেন, "এই ছোট্ট মেয়েটির আবদার আমি ফেলতে পারিনি। আমি ওকে কিউট গার্ল বলি। ওর মেসেজ দেখার পর সঙ্গে সঙ্গে সুজিতকে (সুজিত বসু) ফোন করে বললাম- দেবরাজকে বলো, একদিনের নোটিসে যা পারবে আয়োজন করতে। এত অল্প সময়, তবু দেখুন কী সুন্দর করে আল্পনা দিয়ে মঞ্চ সাজিয়েছে।"
গায়িকা অদিতির স্বামী দেবরাজ বিধাননগরের তৃণমূল কাউন্সিলর। একুশের ভোটে অদিতিকে রাজারহাট-গোপালপুর থেকে প্রার্থী করেছিলেন মমতা। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, "খুব সুন্দর মিষ্টি মেয়ে। কত ভাল গান করে। আবার বিধায়ক হিসেবেও খুব অ্যাক্টিভ। অনেকের থেকে ভাল কাজ করে। সবসময় এলাকার মানুষের সঙ্গে থাকে। এমন জনপ্রতিনিধির আবদার ফেলি কী করে?"
গত প্রায় দু'মাস ধরে মুখ্যমন্ত্রীর প্রতিটি নির্বাচনী সভা শেষ হয়েছে ইন্দ্রনীল সেনের গান দিয়ে। এদিন তাৎপর্যপূর্ণভাবে সেখানে মুখ্যমন্ত্রীর অনুরোধে সভার শুরুতেই পর পর দুটি গান গাইতে দেখা গিয়েছে অদিতিকে। এমনকী মমতার বক্তৃতা শেষেও অদিতি-ইন্দ্রনীল যৌথভাবে গান গেয়েছেন।