শেষ আপডেট: 29th May 2024 16:29
দ্য ওয়াল ব্যুরো: ১ জুন ভোট। হিসেব অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে সমস্ত রাজনৈতিক দলের প্রচার কর্মসূচি শেষ করতে হবে। তবে ওই ৪৮ ঘণ্টাও প্রচার চালিয়ে যেতে প্রধানমন্ত্রী মোদী কৌশলে ধ্যানে বসছেন বলে অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বারুইপুরে সভা করেছিলেন মোদী। বুধবার সেই বারুইপুর থেকেই মোদীর কন্যাকুমারীতে দু’দিন ধ্যানমগ্ন হওয়ার প্রসঙ্গ টেনে মমতা বলেন, "প্রতি বার দেখবেন, নির্বাচনের শেষ দফার ৪৮ ঘণ্টা আগে কোথাও না কোথাও ঢুকে বসে থাকেন। আর লোককে দেখায়, ধ্যান করছি। আসলে প্রচার পেতে চায়।"
প্রসঙ্গত, বিজেপির তরফে জানানো হয়েছে, লোকসভা ভোটের প্রচার শেষ হলে তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী।
তৃণমূল নেত্রী বলেন, "উনি ধ্যান করতে পারেন কিন্তু টিভি দেখাতে পারে না। আমরা কমপ্লেন করব। এটা বিধিভঙ্গের মধ্যে পড়ে।"
সম্প্রতি নিজেকে ইশ্বরের দূত হিসেবে একাধিকবার দাবি করেছেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গ টেনে তীব্র শ্লেষের সুরে মমতা বলেন, "ওকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন! মানে বায়োলজিক্যাল বাবা-মা নেই। উনি নাকি দেবতার থেকেও বড় দেবতা। তাই যদি হয়, তবে ওঁর ধ্যান করার কী প্রয়োজন, আমরা ওর মন্দির বানিয়ে দেব! সেখানে বসে লোকে ওঁর ধ্যান করবে।"
রাজনীতি করে মোদী দেশের সর্বনাশ করছেন বলেও অভিযোগ করেন মমতা।