শেষ আপডেট: 18th April 2024 15:02
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে। একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। মানুষের প্রাপ্য টাকা বন্ধ করে সকলকে বঞ্চিত করছে তারা। এই দাবি করেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে ‘বন্ধ সরকার’ বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বিজেপি সরকার সবকিছুই বন্ধ করে দেয়।
১০০ দিনের কাজের টাকা থেকে শুরু করে, আবাসের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে তার প্রাপ্য টাকাও দিচ্ছে না। এদিকে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার কথাও বলছে! এই দাবি করেই মোদী সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, সাহস থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেখাক!
বাংলায় ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছিলেন, ৪ জুন অর্থাৎ ভোটের ফল বেরনোর পরই দুর্নীতিবাজদের বেছে বেছে জেলে ভরা হবে। অন্যদিকে, অমিত শাহ রাজ্যে এনআইএ হামলার বিষয় নিয়ে বলেছিলেন, অভিযুক্তদের উল্টে করে সিধে করে দেওয়া হবে। সেই মন্তব্যগুলির বিরোধিতা করে এদিন ফের জিভ টেনে নেওয়ার প্রসঙ্গ আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পরক্ষণেই বলেন, তিনি কেন্দ্রীয় নেতাদের মতো নন, ভাষা সংযত করা উচিত।
মমতার হুঙ্কার, ''ওরা বলছে, জনতাকে উল্টো ঝুলিয়ে সিধে করে দেবে। আসলে জনতা তোমাদের সরকারটাই উল্টে দেবে। নরেন্দ্র মোদীর এত বড় সাহস, বলছে বেছে বেছে সবাইকে জেলে ভরবে! বেছে বেছে জনতা তোমাকে ভোট দেবে না।'' একই সঙ্গে, মোদী-শাহকে নাম না নিয়ে ‘ভোট পাখি’ বলে খোঁচাও দেন মমতা। জনপ্রিয় এক বাংলা ব্যান্ডের গানে তালে বলেন, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই...বছর বছর নাই!