শেষ আপডেট: 9th March 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো: উনিশের লোকসভা ভোটে তৃণমূলের ৪২ জন প্রার্থীর মধ্যে ১৭ জনই ছিলেন মহিলা। চব্বিশের লোকসভা ভোটে সেই সংখ্যা আরও বাড়তে পারে। আরও বেশি মহিলা মুখকে এবার প্রার্থী করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় এবার থাকতে পারেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমের নাম। দক্ষিণবঙ্গের একটি সংখ্যালঘু অধ্যুষিত লোকসভা আসনের জন্য প্রিয়দর্শিনীর নাম বিবেচনায় রয়েছে। শেষ পর্যন্ত কোনও সিদ্ধান্তের বদল না হলে ববির মেয়ের কপালে শিঁকে ছিড়তে পারে।
কলকাতা পুরসভার গত ভোটে প্রিয়দর্শিনীকে প্রার্থী করার ব্যাপারে একবার আলোচনা শুরু হয়েছিল। কারণ, ববি হাকিমকে ফের মেয়র পদপ্রার্থী করা হবে কিনা তা নিয়ে তখন দোলাচল তৈরি হয়েছিল তৃণমূলের মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জোরালো সওয়াল করে বলেছিলেন, এক ব্যক্তি এক পদ নীতি বাস্তবায়িত করতে হবে। অর্থাৎ ববি হাকিম পুরমন্ত্রী হলে তিনি মেয়র হতে পারবেন না। শেষমেশ ববি দুটো পদই রাখতে সফল হন। ফলে তাঁর মেয়েকে আর প্রার্থী করার প্রশ্ন ওঠেনি। তবে প্রিয়দর্শিনীকে মহিলা সংগঠনের রাজ্য সম্পাদক করা হয়।
গত বছর ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশে দেখা যায় ফিরহাদ হাকিমের অনুগামীরা ববির পাশাপাশি তাঁর মেয়ের ছবি দেওয়া প্ল্যাকার্ডও তুলে ধরেছেন। বৃহস্পতিবার নারী দিবসের মিছিলেও দেখা যায় প্রিয়দর্শিনীকে।
এখন কৌতূহলের বিষয় হল, প্রিয়দর্শিনীকে কোন আসনে প্রার্থী করতে পারেন মমতা?
বসিরহাট লোকসভা আসনে নুসরত জাহানকে এবার আর প্রার্থী করার সম্ভাবনা নেই। ওই আসনে একটি বিকল্প সংখ্যালঘু মহিলা মুখ খুঁজছিল তৃণমূল। এমন মুখ যিনি সামাজিক ভাবে বেশ পরিচিত। সেই কারণে বলিউডের এক অভিনেত্রীর কথাও ভাবা হয়েছিল। তিনি সংখ্যালঘু এবং বক্স অফিসে হিট। তবে সেই অভিনেত্রীকেও রাজি করানো যায়নি। কলকাতায় আর কোনও যুৎসই মুখ পাওয়াও যায়নি বলে খবর।
সূত্রের মতে, মেয়েকে প্রার্থী করার ব্যাপারে ফিরহাদ হাকিম দৌত্যও কম করেননি। শেষমেশ তাঁর সেই দৌত্যই হয়তো কাজে লাগতে চলেছে।
তবে একটা কথা বলে রাখা ভাল। প্রিয়দর্শিনী যে প্রার্থী হবেনই তা চূড়ান্ত সিদ্ধান্ত বলা যাবে না। রাজনীতিতে তা বলা মুশকিল। কারণ, লোকসভা ভোটে শেষ মুহূর্ত পর্যন্ত তালিকায় অদলবদল হয়। কিন্তু এটুকু বলাই যায় যে বসিরহাট আসনের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে প্রিয়দর্শিনী।