Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতেবিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারাNEET Result : উচ্চ-মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণের নজরকাড়া ফল নিটেও, দেশে কুড়িতম স্থানইজরায়েলের গর্বের 'আয়রন ডোম' ব্যর্থ! তেল আভিভের কেন্দ্রে পাল্টা মিসাইল হামলা ইরানের ওয়েট ট্রেনিং না কার্ডিও, কোনটা আগে করলে দ্রুত কমবে ওজন, জানাচ্ছে গবেষণাশেষ হল ইন্ডিয়ান ওয়েল সামার টেবল টেনিস কোচিং ক্যাম্পরাঁচিতে ধোনির স্বপ্নের বাড়ি ‘কৈলাসপতি’, ওখানেই থাকছেন স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে নিয়েস্ত্রীর জন্য ভালবাসার তাজমহল! বাড়ি তো নয়, যেন মার্বেলে লেখা জীবন্ত কবিতা, বলছে নেটপাড়াWTC Final: ঐতিহাসিক জয়ের পর বাভুমার প্রথম প্রতিক্রিয়ায় রাবাদা, মার্করামের প্রশংসা
Lok Sabha Election 2024

ভিনরাজ্যে ভোট প্রচারে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথম দফার আগেই কর্মসূচি

১৯ তারিখ প্রথম দফার ভোটগ্রহণের আগে ভিন্ন রাজ্যে প্রচারে যাবেন তিনি। এমনটাই সূত্রের খবর। 

ভিনরাজ্যে ভোট প্রচারে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথম দফার আগেই কর্মসূচি

মমতা বন্দ্যোপাধ্যায় - ফাইল চিত্র

শেষ আপডেট: 31 March 2024 19:47

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট শুরু হতে আর বেশি সময় বাকি নেই। সব দলই ভোট প্রচার পুরোদমে শুরু করে দিয়েছে। রবিবার কৃষ্ণনগর থেকে ভোট প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে তাঁর উত্তরবঙ্গ যাওয়ার কথা। কিন্তু ১৯ তারিখ প্রথম দফার ভোটগ্রহণের আগে ভিন্ন রাজ্যে প্রচারে যাবেন তিনি। এমনটাই সূত্রের খবর। 

সব ঠিক থাকলে আগামী ১৭ ও ১৮ এপ্রিল অসমের গুয়াহাটিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই রাজ্যে তাঁর দুটি নির্বাচনী জনসভা করার কথা রয়েছে। এবারের লোকসভা ভোটে অসমেও প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস। সেই সূত্রেই ভিনরাজ্যে ভোট প্রচারে যেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে অবশ্য বাংলাতেই একাধিক জনসভা সেরে ফেলবেন তিনি। আগামী ৩ এপ্রিল উত্তরবঙ্গ সফরে যাবেন তৃণমূল নেত্রী। আর তারপর দিন অর্থাৎ ৪ এপ্রিল তাঁর কোচবিহারের মাথাভাঙায় জনসভা করার কথা রয়েছে। 

একই দিনে কোচবিহারে জনসভা হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মাস দেড়েকের মধ্যে ফের রাজ্যে ভোট প্রচারে আসছেন তিনি। ভোট ঘোষণার আগেই আরামবাগ, কৃষ্ণনগর ও বারাসত ও শিলিগুড়ি রাজ্যে চারটি সভা করেছেন মোদী। এবার ভোটের দিনক্ষণ ঘোষণার পর ফের উত্তরবঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী। শুধু কোচবিহার নয়, ৭ মার্চ মোদীর জোড়া সভা রয়েছে উত্তরবঙ্গে। ওইদিন বালুরঘাট এবং জলপাইগুড়িতে সভা করতে পারেন প্রধানমন্ত্রী।

এবারের লোকসভা ভোটে উত্তরবঙ্গে যথেষ্ট গুরুত্ব দিয়েছে বিজেপি। তৃণমূল শিবিরও চাইছে সেখানে মাটি আরও শক্ত করতে। এই অবস্থায় দুই দলের তরফেই উত্তরবঙ্গ নিয়ে আলাদা করে ভাবনাচিন্তা করা হচ্ছে। রাজ্যে প্রথম দফার ভোট ১৯ এপ্রিল। ওই দিন ভোট রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।


ভিডিও স্টোরি