শেষ আপডেট: 24th April 2024 16:42
দ্য ওয়াল ব্য়ুরো: বুধবার থেকে গরমের দাপট আরও বাড়বে, আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। বাস্তবে হলও তাই। এদিন সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাতাসে যেন আগুন ছুটছে!
এবার ভোট প্রচারে মুখ্যমন্ত্রীর কথাতেও উঠে এল গরমের প্রসঙ্গ। এদিন বর্ধমানের আউশগ্রাম এবং গলসিতে সভা করেন মমতা। আউশগ্রামের সভা সেরে মুখ্যমন্ত্রীর কপ্টার যখন গলসিতে নামে তখন ঘড়ির কাঁটায় দুপুর ৩টে ২০ মিনিট। গুগলে তাপমাত্রা দেখাচ্ছে, ৪৩ ডিগ্রি। বাস্তবে, গরম অনুভূত হচ্ছে তার চেয়েও বেশি।
মাইক হাতে শুরুতেই মুখ্যমন্ত্রীকেও বলতে শোনা গেল, "আজকে গরমটা এত বেশি। প্রচণ্ড লু লেগেছে। বললে বিশ্বাস করবেন না, যে হেলিকপ্টারটাই করে যাতায়াত করি ওটা আগুনের মতো হয়ে থাকে, যেন হিট চেম্বার! শরীরের সব জলটা প্রায় শুকিয়ে গেছে।"
গরমের দাপটে চোখে রোদ চশমাটাও রাখতে পারছিলেন না মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গ টেনে বললেন, "এতটাই লু বইছে, যা কল্পনা করা যায় না! কিন্তু এত লু বইলেও বিজেপিকে কিন্তু হারাতেই হবে!"
স্বগক্তির সুরে মমতা আরও বলেন, "আর তো একমাস! টেনে দেব, আপনাদের আর্শীবাদ থাকলে বাংলা তো বটেই ভারতবর্ষ থেকেও বিজেপিকে বিদায় দেব।"
৩১ মার্চ থেকে ভোট প্রচার শুরু করেছেন তৃণমূল নেত্রী। টানা ২৫ দিন ধরে চষে বেড়াচ্ছেন একের পর এক লোকসভা কেন্দ্র। এই প্রসঙ্গে বিজেপি-কমিশনকে আক্রমণ করে মমতা বলেন, "আগে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ইলেকশন শেষ হয়ে যেত। এবারেই প্রথম ৩ মাস ধরে ইলেকশন করছে। বিজেপি নির্ঘাত কোনও চক্রান্ত করেছে। তা না হলে জুন মাসের ৪ তারিখ পর্যন্ত কেউ নির্বাচন টেনে নিয়ে যায়!"