শেষ আপডেট: 24th April 2024 15:42
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের হাতে ১০ লক্ষ চাকরি রয়েছে। কিন্তু বিজেপির চক্রান্তেই ওই নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে সরাসরি কলকাতা হাইকোর্টের উদ্দেশেও নজিরবিহীন আক্রমণ শানিয়েছেন মমতা।
বুধবার বর্ধমানের আউশগ্রামের সভা থেকে মমতা বলেন, "কলমের খোঁচায় ২৬ হাজার শিক্ষকের চাকরি কেড়ে নিল। আমার হাতে ১০ লক্ষ চাকরি রয়েছে। এই কোর্ট আটকে দিচ্ছে। কোর্ট বিজেপির মহাতীর্থক্ষেত্র!"
খানিক থেমে যোগ করেছেন, "বিজেপি আপিল করলে যা বলবে তাই, অন্যরা কেউ বিচার চাইলে বিচার পাবে না। আমি কলকাতায় এরকম দুর্দশা আগে দেখিনি। ডাকাতদের, মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে।"
এরপরই মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন, "বিজেপি কোর্টকেও কিনে নিয়েছে। সুপ্রিমকোর্টের কথা বলছি না, হাইকোর্টের কথা বলছি।"
রাগে গজগজ করতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই। চাকরি দেয় না, খাওয়ার বেলায় আছে।"
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মালয়া সোমবার রায় দিতে গিয়ে ২০১৬ সালের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে হাইকোর্ট। ৫ হাজার জনের জন্য কেন বাকি ২১ হাজার জনকেও ভুগতে হবে, সেই প্রশ্ন তুলে এদিন সুপ্রিমকোর্টে গিয়েছে রাজ্যও।
এদিন মমতা বলেন, "আমার খারাপ লেগেছে। এভাবে ২৬ হাজার শিক্ষকের চাকরি কেড়ে নিল। ভুল হয়ে থাকলে সেটা শুধরে নেওয়া যেত। কিন্তু কোনও সুযোগ দেওয়া হল না। বাংলার স্কুলগুলো কি তবে বন্ধ হযে যাবে? বাংলার ছেলে মেয়েরা তবে কি পড়াশোনা করবে না?"
এরপরই বিজেপি এবং হাইকোর্টকে এক বন্ধনীতে রেখে আক্রমণ তীব্রতর করেছেন মমতা।