Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টারবাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত দু'টি ট্রলারগালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর৭২ ঘণ্টায় পাঁচজন গ্রেফতার, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রকারীকে হাসনাবাদ থেকে ধরল পুলিশআবারও আকাশ কালো, রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের ছয় জেলায় সতর্কতা, জল ছাড়ছে ডিভিসিভোটার তালিকা সংশোধন ঘিরে চিন্তায় বিহার বিজেপিও, নাম বাদ গেছে বহু দলীয় সমর্থকেরএয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার আগে জ্বালানি সুইচ নিয়ে সতর্ক করেছিল ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাবাক্ স্বাধীনতা সীমাহীন নয়, কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলায় কেন বলল সুপ্রিম কোর্ট
Lok Sabha Elections 2024

কেষ্ট যদি দুর্নীতির জন্য গ্রেফতার হয়ে থাকে, তাহলে গদ্দার তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ: মমতা

বুধবার আউশগ্রামের সভা থেকে মমতা বলেন, "কেষ্ট যদি দুর্নীতির জন্য গ্রেফতার হয়ে থাকে, তাহলে তোমার গদ্দার তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ।"

কেষ্ট যদি দুর্নীতির জন্য গ্রেফতার হয়ে থাকে, তাহলে গদ্দার তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল।

শেষ আপডেট: 24 April 2024 09:49

দ্য ওয়াল ব্যুরো: বর্ধমানের আউশগ্রামের সভা থেকে ফের বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে টেনে আনলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের প্রসঙ্গও। গরু পাচারের অভিযোগে অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। এখন রয়েছেন তিহাড়় জেলে। বুধবার আউশগ্রামের সভা থেকে মমতা বলেন, "কেষ্ট যদি দুর্নীতির জন্য গ্রেফতার হয়ে থাকে, তাহলে তোমার গদ্দার তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ।"

গত কয়েকদিন ধরেই প্রতিটি সভা থেকে 'গদ্দার' শব্দটি ব্যবহার করছেন তৃণমূল নেত্রী। মমতা অবশ্য কারও নাম বলেননি। তবে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষকদের মতে, নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই ইঙ্গিত করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সবচেযে বড় গদ্দারের বিরুদ্ধে মার্ডারের কেস থাকা সত্ত্বেও বলা হচ্ছে তাঁকে গ্রেফতার করা যাবে না? এটা কী ধরনের আইন?"

 মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমি বিচরাপতিদের নিয়ে বলছি না, কিন্তু জাজমেন্ট নিয়ে বলব। এরা হাইকোর্ট কিনে নিয়েছে। সিবিআই, ইডি, এনআইএ- সব কিনে নিয়েছে। দুরদর্শন দেখবেন, রঙটাও গেরুয়া করে দিয়েছে। ওখানে শুধু প্রচারবাবু কা বাত শুনতে হবে!"

পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন,  আইন ব্যবস্থার একাংশকেও ব্যবহার করতে চাইছে বিজেপি। সে কারণেই বেছে বেছে বিরোধী দলেরা নেতা, কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অন্যদিকে যেভাবে এদিনের মঞ্চ থেকে অনুব্রতর নাম উল্লেখ করেছেন মমতা, তাতে দল যে এখনও অনুব্রতর পাশে রয়েছে, পরোক্ষে নেত্রী সেটাও স্পষ্ট করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।


ভিডিও স্টোরি