মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল।
শেষ আপডেট: 24 April 2024 09:49
দ্য ওয়াল ব্যুরো: বর্ধমানের আউশগ্রামের সভা থেকে ফের বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রসঙ্গে টেনে আনলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের প্রসঙ্গও। গরু পাচারের অভিযোগে অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। এখন রয়েছেন তিহাড়় জেলে। বুধবার আউশগ্রামের সভা থেকে মমতা বলেন, "কেষ্ট যদি দুর্নীতির জন্য গ্রেফতার হয়ে থাকে, তাহলে তোমার গদ্দার তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ।"
গত কয়েকদিন ধরেই প্রতিটি সভা থেকে 'গদ্দার' শব্দটি ব্যবহার করছেন তৃণমূল নেত্রী। মমতা অবশ্য কারও নাম বলেননি। তবে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষকদের মতে, নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই ইঙ্গিত করেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সবচেযে বড় গদ্দারের বিরুদ্ধে মার্ডারের কেস থাকা সত্ত্বেও বলা হচ্ছে তাঁকে গ্রেফতার করা যাবে না? এটা কী ধরনের আইন?"
মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমি বিচরাপতিদের নিয়ে বলছি না, কিন্তু জাজমেন্ট নিয়ে বলব। এরা হাইকোর্ট কিনে নিয়েছে। সিবিআই, ইডি, এনআইএ- সব কিনে নিয়েছে। দুরদর্শন দেখবেন, রঙটাও গেরুয়া করে দিয়েছে। ওখানে শুধু প্রচারবাবু কা বাত শুনতে হবে!"
পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, আইন ব্যবস্থার একাংশকেও ব্যবহার করতে চাইছে বিজেপি। সে কারণেই বেছে বেছে বিরোধী দলেরা নেতা, কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অন্যদিকে যেভাবে এদিনের মঞ্চ থেকে অনুব্রতর নাম উল্লেখ করেছেন মমতা, তাতে দল যে এখনও অনুব্রতর পাশে রয়েছে, পরোক্ষে নেত্রী সেটাও স্পষ্ট করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।