শেষ আপডেট: 28th March 2024 10:48
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের প্রচারের কাজে ব্যস্ত থাকার জন্য আজ, বৃহস্পতিবার ইডির তলবে সাড়া দিয়ে দিল্লি যাচ্ছেন না কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তিনি জানিয়েছেন, এদিন সকালে নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালীগঞ্জে প্রচার কর্মসূচি রয়েছে তাঁর। ইডির তলবে তিনি সাড়া দিচ্ছেন কি না, এই প্রশ্নের উত্তরে মহুয়া বলেন, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অধীনে কালীগঞ্জ বিধানসভায় তাঁর প্রচার কর্মসূচি রয়েছে। সেখানে নয়াচর গ্রামে প্রচারে বেরব আমি।
অর্থ নয়ছয় ও হিসাব বহির্ভূত খরচের অভিযোগে লোকসভার প্রাক্তন সাংসদকে বৃহস্পতিবার তলব করেছিল ইডি। তাঁকে দিল্লির সদর দফতরে দেখা করতে বলা হয়েছিল। সূত্রে জানা গিয়েছে, বিদেশি মুদ্রা বিনিময় আইন ভঙ্গের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। মহুয়া তদন্তকারী সংস্থাকে অনুরোধ জানিয়েছেন, ভোটের আগে পর্যন্ত তাঁকে যেন তলব না করা হয়।
অর্থ নয়ছয় ও হিসাব বহির্ভূত খরচের অভিযোগে লোকসভার প্রাক্তন সাংসদকে বৃহস্পতিবার তলব করেছিল ইডি। তাঁকে দিল্লির সদর দফতরে দেখা করতে বলা হয়েছিল। সূত্রে জানা গিয়েছে, বিদেশি মুদ্রা বিনিময় আইন ভঙ্গের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। মহুয়া তদন্তকারী সংস্থাকে অনুরোধ জানিয়েছেন, ভোটের আগে পর্যন্ত তাঁকে যেন তলব না করা হয়।
মহুয়াকে এর আগে দুবার তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। দুবারই তিনি কাজ আছে হাজিরা এড়িয়ে যান। এরপর ভোটের ঠিক মুখে ইডি ফেমায় তাঁকে এবং দুবাইস্থিত ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে দিল্লিতে তলব করে। আদানি নিয়ে সংসদে প্রশ্ন করার জন্য তিনি বিদেশ থেকে ঘুষ এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েছেন। এই অভিযোগে লোকসভার এথিক্স কমিটি তাঁকে সাংসদ পদ থেকে বহিষ্কার করে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। যদিও প্রাক্তন সাংসদ সব অভিযোগ নাকচ করে দিয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার লোকপালের নির্দেশে সিবিআই তাঁর কলকাতার বাড়িতে তল্লাশি চালায়। যার পরেই মহুয়া নির্বাচন কমিশনের কাছে সিবিআইয়ের বিরুদ্ধে তাঁকে হেনস্তার অভিযোগ আনেন। ইচ্ছাকৃতভাবে ভোটের প্রচারে বাধা দানের চেষ্টা চলছে বলেও তৃণমূল নেত্রীর অভিযোগ। এরপর এদিন সরাসরি ইডি দফতরে হাজিরা এড়ালেন মহুয়া মৈত্র।