শেষ আপডেট: 19th April 2024 06:19
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের লোকসভা ভোটপর্বের পর্দা ওঠার আর মুহূর্তের অপেক্ষা। আজ, শুক্রবার, ১৯ এপ্রিল, রাজ্যের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িসহ দেশের ১০২টি কেন্দ্রে প্রথম দফায় লোকসভা ভোট শুরু হতে চলেছে। ভোটপর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবারেই নিজ নিজ বুথে পৌঁছে গিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। সংশ্লিষ্ট নির্বাচনী অফিসে গিয়ে ইভিএম এবং প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে আধা সামরিক বাহিনীর নিরাপত্তা বলয়ে রওনা হন তাঁরা।
একঝলকে দেখে নেওয়া যাক তিন কেন্দ্রের ভোটচিত্র -
কোচবিহার লোকসভা কেন্দ্র (তফসিলি জাতি সংরক্ষিত)
মোট ভোটার- ১৯,৬৬,৮৯৩ জন
মোট প্রার্থী- ১৪ জন
মোট বুথ- ২০৪৩টি
মহিলা পরিচালিত বুথ- ৬৭টি
উত্তেজনাপ্রবণ বুথ— ১৯৬টি
কুইক রেসপন্স টিম- ২৭টি
কেন্দ্রীয় বাহিনী- ১১২ কোম্পানি
রাজ্য পুলিশ- ৪৫২০ জন।
এর মধ্যে ইন্সপেক্টর পদের অফিসার থাকবেন ৪০ জন ও এসআই ও এএসআই পদের অফিসার থাকছেন ৫১৯ জন।
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র (তফসিলি উপজাতি সংরক্ষিত)
মোট ভোটার- ১৭,৭৩,২৫২ জন
মোট প্রার্থী- ১১ জন
মোট বুথ- ১৮৬৭টি
মহিলা পরিচালিত বুথ-২১২টি
উত্তেজনাপ্রবণ বুথ- ১৫৯টি
কুইক রেসপন্স টিম- ১৯টি
কেন্দ্রীয় বাহিনী- ৬৩ কোম্পানি
রাজ্য পুলিশ- ২৪৫৪ জন
এর মধ্যে ইন্সপেক্টর পদের অফিসার থাকবেন ২২ জন ও এসআই ও এএসআই র্যাঙ্কের অফিসার থাকছেন ৩০৩ জন।
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র (তফসিলি জাতি সংরক্ষিত)
মোট ভোটার- ১৮,৮৫,৯৬৩ জন
মোট প্রার্থী- ১২ জন
মোট বুথ- ১৯০৪টি
উত্তেজনাপ্রবণ বুথ- ৩৮২টি
কুইক রেসপন্স টিম- ২৮টি
কেন্দ্রীয় বাহিনী- ৮৮ কোম্পানি
রাজ্য পুলিশ- ৩৯০১ জন
এর মধ্যে ইন্সপেক্টর পদের অফিসার থাকবেন ৩৭ জন ও এসআই এবং এএসআই পদের অফিসার থাকছেন ৫০৫ জন।
অর্থাৎ, প্রথম দফায় মোট ৫,৮১৪টি বুথের মধ্যে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা ৭৩৭টি। সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশ থাকবে বুথের বাইরের নিরাপত্তার দায়িত্বে। সব মিলিয়ে প্রথম দফার তিন আসনের জন্য মোট কেন্দ্রীয় বাহিনী থাকছে ২৬৩ কোম্পানি। মোট রাজ্য পুলিশ থাকছে ১০,১৫০ জন।
২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম দফার ভোটগ্রহণ হবে শুক্রবার। ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একদফাতেই ভোটপর্ব মিটে যাবে। ১০ রাজ্যে পরবর্তীতেও ভোট নেওয়া হবে। যার মধ্যে পশ্চিমবঙ্গও আছে।