শেষ আপডেট: 26th March 2024 08:12
দ্য ওয়াল ব্যুরো: শাড়ি পরা সুন্দরী সঞ্চালিকা। বসন্ত সন্ধ্যায় সকলকে অভিবাদন জানাচ্ছেন। এবার লোকসভা ভোটে বঙ্গ সিপিএমের হয়ে ভোট প্রচার করবে তিনিই। দোলের দিন সন্ধেয় প্রথম সকলের সামনে এলেন এই সঞ্চালিকা। নাম তার সমতা। না তিনি কোনও সেলিব্রিটি নন, আসলে মানুষই নন। ভাবছেন তো কীভাবে সম্ভব?
এবারের ভোটে নির্বাচনী প্রচারে তাক লাগিয়ে দিয়েছে সিপিএম। তাদের অভিনব উদ্যোগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্ভর সঞ্চালিকা। বাংলায় এই প্রথম এআই সঞ্চালিকা ভোটের প্রচার করবে। ‘সমতা’-কে দেখতে মানুষের মতোই, কিন্তু মানুষ নয়। ‘সমতা’ হল বঙ্গ সিপিএমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নতুন মুখ। এআই প্রযুক্তিতে তৈরি অ্যাঙ্কর যে সিপিএমের হয়ে প্রচার করবে।
দোলের দিন সন্ধেয় বামেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রথম সমতার সঙ্গে পরিচয় করানো হয়। ২৭ সেকেন্ডের প্রথম আলাপেই চমকে দিয়েছে সমতা। তার মুখের অভিব্যক্তি, ঠোঁট নেড়ে কথা বলার ধরন সবকিছুই মানুষের মতো। এক ঝলক দেখলে বোঝার উপায় নেই সমতা এআই প্রযুক্তিতে তৈরি কম্পিউটার অ্যালগোরিদম মাত্র। আত্মপ্রকাশের সন্ধেয় সকলকে দোলের শুভেচ্ছা জানিয়েছে এআই সঞ্চালিকা। রাজনীতি নিয়ে কথাও বলেছে।
স্পষ্ট বাংলায় সমতা বলেছে, “এ বছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরের জেএনইউ।” সমতা আরও জানিয়েছে, এবার থেকে তাকে দেখা যাবে বঙ্গ সিপিএমের ফেসবুক হ্যান্ডেল ও ইউটিউব চ্যানেলে।
আপনাদের মতামত ও ভালোবাসা প্রত্যাশী আমরা।#LeftAlternative pic.twitter.com/FyfAgGDVvJ
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) March 25, 2024
কৃত্রিম বুদ্ধিমত্তা এখন বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়ছে। গত বছরই ওড়িশা টিভিতে এআই প্রযুক্তি নির্ভর নিউজ অ্যাঙ্করকে খবর পড়তে দেখা গিয়েছিল। ঝরঝরে ইংরেজি উচ্চারণে খবরের আপডেট দিচ্ছিলেন সেই সঞ্চালিকা। ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স তার জাদু দেখাতে শুরু করে দিয়েছে। চ্যাটজিপিটি, ডিপ-ফেক নিয়ে যখন তর্ক-বিতর্ক তুঙ্গে, তখন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে রীতিমতো মানুষের আদলে নিউজ অ্যাঙ্কর বানিয়ে ফেলছেন ইঞ্জিনিয়াররা। কম্পিউটার অ্যালগোরিদমে তৈরি এআই অ্যাঙ্করকে দেখে বোঝার উপায় নেই যে আদতেই তিনি মানুষ নন। সবটাই কম্পিউটার অ্যালগোরিদমের জাদু। সমতাও তেমনই একজন এআই অ্যাঙ্কর।
দুয়ারে লোকসভা ভোট। ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ। এখন রমরম করে প্রচার চলছে। প্রায় প্রতিটি রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে ভোট প্রচারে নেমে পড়েছে। তার মধ্যেই অভিনবত্বের ছোঁয়া রেখেছে সিপিএম। চব্বিশের লোকসভা ভোটে কয়েকধাপ এগিয়ে একেবারে এআই প্রযুক্তিকে সামনে এনেছে বঙ্গ সিপিএম।