শেষ আপডেট: 13th May 2024 12:06
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভোটারদের টোটোতে করে নিয়ে এসে দেদার কলা ও পাউরুটি খাওয়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নওদায় যখন কলা-পাউরুটি বিলি হচ্ছে, তখন কান্দিতে খাওয়ানো হল মুড়ি ঘুঘনি।
সকাল থেকেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে বহরমপুর লোকসভার নওদা থানার কানাপাড়া ৫ নম্বর বুথে। এখানেই দেখা গেল বেশ উৎসবের আবহ। ভোট দিয়ে বের হতেই ভোটারদের হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে পাউরুটি ও কলা। তৃণমূল কর্মী সমর্থকদের এমন আতিথেয়তায় খুশি ভোটাররা। হাসিনা বিবি নামে এক ভোটার বললেন, "ভোট দিয়ে বের হতেই তৃণমূলের লোকেরা পাউরুটি আর কলা খেতে দিল। ভোট দিয়ে বের হতেই এমন খাবার পেয়ে খুব ভাল লাগল।"
ভোটারদের কলা-পাউরুটি খাওয়ানোই নয়, টোটো করে বাড়ি থেকে তাঁদের ভোটকেন্দ্রে নিয়ে আসা ও বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও ছিল। তৃণমূল কর্মী মাদার শেখ ও সম্রাট শেখরা জানালেন, সকাল থেকে টোটো করে ভোটারদের নিয়ে আসা ও বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। তাঁরা বলেন, "সবাই ভাল করে ভোট দিয়েছেন। বাড়ি যাওয়ার আগে সবাইকে পাউরুটি-কলা খাওয়ানো হচ্ছে। এই পরিষেবাটা আমরা দিচ্ছি।"
কান্দি বিধানসভার শাসপাড়াতে বুথের কাছেই ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়ানোর ব্যবস্থা হয়। কংগ্রেস ও তৃণমূল বুথের কাছেই পাত পেড়ে ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়াচ্ছে বলে অভিযোগ। পাশেই চলছিল রান্না। পরে কান্দি থানার পুলিশ গিয়ে তাদের তুলে দেয়। পলিব্যাগের ভিতর ঠাসা সাদা মুড়ি। ওপর দিয়ে ছড়ানো হয় ঘুগনি। কোথাও আবার উপরি পাওনা চপ আর ফুলুরি। সঙ্গে ছোটরা থাকলে তাদের জন্যেও আলাদা বরাদ্দ। বুথের সামনেই খাটিয়া-বেঞ্চ টেবিল পেতে ভোটারদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন দলের কর্মীরা। কেউ ভোট দেওয়ার আগে, আবার কেউ ভোট দেওয়ার পরে টিফিন নেন।