Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
জানোয়ারের খাবার, 'অখাদ্য বিরিয়ানি' স্পাইস জেটের কর্মীকে খেতে বাধ্য করলেন ক্ষুব্ধ যাত্রীরাইজরায়েলের ছায়াযুদ্ধ: কীভাবে কাজ করে তাদের গোয়েন্দা সাম্রাজ্যপ্রেমে নাকি ভাঙন! মুম্বইয়ের রাস্তায় কার হাতের ছবি দিয়ে ভালবাসার উদযাপন দেবের? Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই দিঘার হোটেল নিয়ে পুলিশের বড় পদক্ষেপউজ্জ্বল, দাগমুক্ত ত্বকের গোপন রহস্য বিটরুটের আইস কিউব! ভাইরাল এই দাবি কি সত্যি?মিঠুনের প্রথম স্ত্রীও ছিলেন অভিনেত্রী, চার মাসের বিয়ে থেকে পেয়েছিলেন চার দশকের যন্ত্রণাবাড়িতে একা থাকলেই ‘রবীন্দ্রনাথ’ হয়ে যেতাম: প্রিয়াংশু পুজোর থিম অপারেশন সিঁদুরবাংলার দুয়ারে ঘূর্ণাবর্ত! বড় আপডেট শোনাল আলিপুররাজাকে খুনের ষড়যন্ত্রে জড়িত সোনমের বাবা-মা ও দাদা! নারকো টেস্টের দাবি রঘুবংশী পরিবারের
Lok Sabha Election 2024

ভোজপুরী নায়িকা অক্ষরাই কি আসানসোলের প্রার্থী? পদ্ম শিবিরে জোর জল্পনা

শনিবার বাংলায় ৪২টি লোকসভা আসনের মধ্যে কুড়িটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি।

ভোজপুরী নায়িকা অক্ষরাই কি আসানসোলের প্রার্থী? পদ্ম শিবিরে জোর জল্পনা

শেষ আপডেট: 4 March 2024 23:09

দ্য ওয়াল ব্যুরো: আসানসোল কেন্দ্রে পবন সিং-এর পরিবর্তে অক্ষরা সিং কি হবেন পদ্মফুল প্রার্থী? পবন সিংয়ের প্রার্থী হিসাবে নাম প্রত্যাহারের পর এবার আরেক ভোজপুরী তারকার আসানসোলে প্রার্থী হওয়া নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। বিজেপি সূত্রে খবর, আসানসোলে প্রার্থী হতে পারেন ভোজপুরী নায়িকা অক্ষরা সিং।

শনিবার বাংলায় ৪২টি লোকসভা আসনের মধ্যে কুড়িটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল ভোজপুরি গায়ক পবন সিং-এর নাম। ঘোষণার পর প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনও শুরু করে দিয়েছিলেন বিজেপি নেতা কর্মীরা। কিন্তু সোমবার সাত সকালে পবন সিং নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। তাঁর আচমকা এই ঘোষণাতে হতবাক হয় বিজেপি শিবির। তার পরিবর্তে এই কেন্দ্রটিতে কে হবেন বিজেপি প্রার্থী তা নিয়ে শুরু হয় জল্পনা।

স্থানীয় কাউকে প্রার্থী করা হোক, প্রথম থেকেই এটা চাইছিল বিজেপি শিবির। সেক্ষেত্রে দু’জনের নাম উঠে আসে, জিতেন্দ্র তিওয়ারি ও অগ্নিমিত্রা পাল। পর্যবেক্ষকদের একাংশের মতে, স্থানীয় কাউকে প্রার্থী করার ক্ষেত্রে প্রধান অন্তরায় হচ্ছে দলের মধ্যে গোষ্ঠীকোন্দল। রাজনীতির বাইরে জনপ্রিয় কোন মুখকে প্রার্থী করলে সেই সমস্যা এড়ানো যায়। এই ভাবনা থেকেই ভোজপুরি গায়ক পবন সিংকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে ধারণা রাজনৈতিক মহলের। কিন্তু তিনি সরে দাঁড়ানোয় প্রার্থী কে হবেন সেই নিয়ে আলোচনা শুরু হয়ে যায়।

আগামী ৬ তারিখ দ্বিতীয় প্রার্থী তালিকা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে পদ্ম শিবিরে। সম্ভবত ওই দিনই নতুন কাউকে ঠিক করা হবে বলে মনে করা হচ্ছে। এবার স্থানীয় কাউকে প্রার্থী করা হবে, নাকি বহিরাগত ফর্মুলাতেই সিলমোহর দেবে দল, এর উত্তর জানা যাবে প্রার্থী তালিকা ঘোষণার পরেই। তবে জিতেন্দ্র তিওয়ারি, অগ্নিমিত্রা পলদের পাশাপাশি আসানসোল লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে এসেছে আরও একটি নাম। সেই নামটি হচ্ছে অক্ষরা সিংয়ের।

কে এই অক্ষরা?

পবন সিংয়ের মতো অক্ষরা সিংও ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে গায়িকা হিসাবে পরিচিত নাম। ইন্ডাস্ট্রিতে তিনি ভোজপুরি কুইন নামে পরিচিত। আসানসোল লোকসভা কেন্দ্রে হিন্দি ভাষী ভোটারদের কথা ভেবেই পবন সিংকে প্রার্থী করেছিল দল। হিন্দি ভাষী ভোটারদের কথা মাথায় রেখে অক্ষরা সিংকে দল প্রার্থী করতে পারে বলে ধারণা জেলা বিজেপির একাংশের। যদিও বিজেপি দলের পক্ষ থেকে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানা যায়নি।


ভিডিও স্টোরি