শেষ আপডেট: 20th May 2024 13:54
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শিবাইচণ্ডীপুরে বাড়ি ধনেখালির বিধায়ক অসীমা পাত্রের। কার্যত তাঁরই গড় শিবাইচণ্ডীপুর। সোমবার দুপুরে এখানকার বুথে লকেট চট্টোপাধ্য়ায় আসতেই তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। অসীমাকে লক্ষ্য করে চোর-চোর স্লোগান তোলেন লকেট ও তাঁর অনুগামীরা। পাল্টা লকেটকে ডাকাত বলেন অসীমা।
২০১৯ সালের লোকসভা ভোটেও তেতে উঠেছিল শিবাইচণ্ডীপুরের এই বুথ। এলাকার তৃণমূল কর্মীদের দাবি, সেবার লকেট আসার পর ঝামেলা হয় এই বুথে। ইভিএম ভাঙচুর হয় বলেও দাবি করেন তাঁরা। সোমবার বেলা গড়াতেই শিবাইচণ্ডীপুরে আসেন লকেট চট্টোপাধ্যায়। শুরু থেকেই বেশ চড়া মেজাজে ছিলেন তিনি। বুথের অদূরে নিজের বাড়ির সামনেই তখন ছিলেন ধনিয়াখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র।
উত্তেজনা ছড়াতে সময় লাগেনি। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবকের দিকে তেড়ে যেতে দেখা যায় তাঁকে। তারপরেই শুরু হয় বচসা। লকেট চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে গো-ব্যাক স্লোগান দিতে শোনা যায় তৃণমূলের কর্মী সমর্থকদের। পাল্টা লকেট ও তাঁর অনুগামীদের মুখে তখন চোর-চোর স্লোগান। একসময় লকেটকে ডাকাত বলেও চিৎকার করতে শোনা যায় অসীমা ও তাঁর লোকজনকে।
তেতে ওঠে পরিস্থিতি। ভোটার লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনও তখন হতভম্ভ হয়ে পড়েন। শুরু হয়ে যায় ছোটাছুটি। ছুটে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোনওমতে তাঁরা সরিয়ে দেন বিবদমান দু-পক্ষকে। রাজনৈতিক মহলের বক্তব্য ধনেখালির ভোট বরাবরই একটা ফ্যাক্টর। সেটা নিজের পক্ষে রাখতে পারলে এই আসন ধরে রাখা সহজ হবে লকেটের পক্ষে। আবার তৃণমূলের পক্ষেও আসন উদ্ধার করার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে ধনেখালি। তাই সকাল থেকেই রীতিমতো হাই-ভোল্টেজ ধনেখালির শিবাইচণ্ডীপুর।