শেষ আপডেট: 15th April 2024 11:59
দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: একদিকে দিলীপ ঘোষ। অন্যদিকে কীর্তি আজাদ। এই দুই প্রার্থীর বাক-যুদ্ধে রীতিমতো সরগরম বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র।
শুক্রবার প্রাত:ভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। কীর্তি আজাদের প্রসঙ্গ উঠতেই বললেন, "উনি অনেক বড়বড় কথা বলেছিলেন। নমিনেশনের আগেই বুঝবেন কোথায় দাঁড়িয়ে আছেন। উনি লাল মেঘ দেখছেন। লাল মেঘ দেখলে গরু যেমন লাফায় তেমন লাফাচ্ছেন।"
এ কথা শুনেই কীর্তি আজাদের প্রতিক্রিয়া, "একটা গরম কড়াইতে যখন ভুট্টার দানা ছাড়া হয়, তখন ফটফট করে আওয়াজ হয়। উনিও ওভাবেই ফুটছেন।" এদিন বিকেলে বর্ধমান শহরের ১০ নম্বর ওয়ার্ডের প্রচারে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য, তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।
এদিন তিনি আরও বলেন, "ওঁর কাছে বলার মতো কোনও বিষয়ই নেই। আমার কাছে অনেক ইস্যু আছে। তাই উনি এসব বলেন। ওনাকে কেন প্যাক করে মেদিনীপুর থেকে এখানে পাঠানো হল তা জানতে চাই।"
শুক্রবার সকালে বর্ধমানের ডি ভি সি বাংলোর পাশের ময়দানে প্রাত:ভ্রমণে বের হন। সেখান থেকে নীলপুর বাজারে চা চক্রে যোগ দেন। পরে যান নীলপুরের শ্রীগুরু সঙ্ঘের একটি আশ্রমে।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের নাড়িগ্রামে চা চক্রে কীর্তি আজাদের ঘোড়ায় চড়ে প্রচার নিয়ে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। বলেছিলেন, "লোকে বিয়ের সময় ঘোড়াই ওঠে। উনি এখন কেন ঘোড়াই উঠেছেন বুঝতে পারছি না।" এও বলেন, "ঘোড়ায় ঘুরলে আবার পরিশ্রম হয় নাকি! আমি হেঁটে ঘুরি। উনি (কীর্তি আজাদ) হেঁটে ঘুরতে পারছেন না বলে ঘোড়ায় উঠেছেন।" কয়েকদিন আগে দুর্গাপুরের পাশাপাশি পূর্ব বর্ধমানের উত্তর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি ঝা আজাদ ঘোড়ায় চেপে প্রচার করেছিলেন।