শেষ আপডেট: 15th April 2024 11:35
দ্য ওয়াল ব্যুরো: বিহারের বেগুসরাই নয়, কংগ্রেস নেতা কানহাইয়া কুমার এবারের লোকসভা ভোটে দিল্লি থেকে লড়াই করবেন। রাজধানীর উত্তর পূর্ব আসনে তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস হাইকমান্ড। ওই আসনে এবারও প্রার্থী বর্তমান সাংসদ মনোজ তিওয়ারি। ফলে রাজধানীর ওই আসনে এবার লড়াই হতে চলেছে বিহারের দুই হেভিওয়েট নেতার। বিহারের ভোজপুরের বাসিন্দা তথা ভোজপুরি সিনেমার নায়ক মনোজ দীর্ঘদিন দিল্লি বিজেপির সভাপতি ছিলেন।
অন্যদিকে, কানহাইয়া কুমারের জন্ম ও বেড়ে ওঠা বিহারের বেগুসরাইতে। দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে হাতেখড়ি। ছিলেন সিপিআইয়ের ছাত্র সংগঠনের নেতা। রাহুল গান্ধীর ডাকে পরে যোগ দেন কংগ্রেসে।
কানহাইয়া ২০১৯-এ বেগুসরাইতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর বিরুদ্ধে লড়াই করে হেরে যান। নির্বাচনের পর ধারাবাহিকভাবে আন্দোলনের মধ্যে ছিলেন। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় সক্রিয়ভাবে অংশ নেন তিনি।
দিল্লিতে এবার কংগ্রেসের সঙ্গে আপের ভাল বোঝাপড়া হয়েছে। সাতটি আাসনের তিনটিতে কংগ্রেস লড়াই করবে। উত্তর পূর্ব আসন এলাকায় বিহার সহ পূর্ব ভারতের মানুষের বাস ভাল সংখ্যায় আছে। ফলে কংগ্রেস ও বিজেপি প্রার্থীর মধ্যে জমজমাট লড়াই হবে বলে মনে করা হচ্ছে। সেই অঙ্ক মাথায় রেখেই প্রাক্তন ছাত্র নেতাকে দিল্লিতে প্রার্থী করার সিদ্ধান্ত নিল কংগ্রেস। জেএনইউ-তে ছাত্র আন্দোলনের সুবাদে কানহাইয়া যথেষ্ট পরিচিত মুখ। ভোজপুরি সিনেমার হিরো এবং বিজেপি নেতা হিসাবে পরিচিত মনোজও।