শেষ আপডেট: 9th June 2024 19:45
দ্য ওয়াল ব্যুরো: তাঁকে নিয়ে আলোচনায় তোলপাড় গোটা দেশ। পক্ষে-বিপক্ষে ভাগ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। এর মধ্যেই নিজের ভিডিও পোস্ট করে তিনি জানতে চাইলেন, 'কেমন লাগছে আমাকে?' তিনি অভিনেত্রী তথা সদ্যনির্বাচিত সাংসদ কঙ্গনা রানাউত। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানের জন্য তৈরি হওয়ার পরেই এই ভিডিও পোস্ট করেছেন কঙ্গনা।
কঙ্গনা রানাউত যেমন তাঁর ফ্যাশনের জন্য বরাবরই প্রশংসিত। একই সঙ্গে বারবার তাঁর ঠোঁটকাটা মন্তব্যও তাঁকে সংবাদমাধ্যমের শীর্ষে রেখেছে। দিন দুয়েক আগে চণ্ডীগড় বিমানবন্দরে তাঁকে কেন্দ্র করেই ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড। কৃষক আন্দোলন নিয়ে তাঁর অসংবেদী মন্তব্যের কারণে সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কৌর খেপে গিয়ে চড় মেরেছেন তাঁকে। সে সময়ে দিল্লি যাওয়ার জন্যই বিমান ধরতে গিয়েছিলেন তিনি।
সেই বিতর্কের পাহাড় পার করে ফের অভিনেত্রী ও জননেত্রী সুলভ ভিডিও পোস্ট করলেন তিনি। লিখলেন, 'আমার শপথের দিন, কেমন লাগছে?'
My oath day look, howz it ? ???? pic.twitter.com/VgKGJof69S
— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) June 9, 2024
সত্যি কথা বলতে গেলে, মুক্তো এবং পান্নার নেকলেস-দুলে ভারি সুন্দর লাগছে কঙ্গনাকে। সাদা-ঘেঁষা আইভরি রঙের শাড়িতেও দারুণ মানিয়েছে তাঁকে। নামমাত্র মেকআপেও তিনি সুন্দরী।
অভিনেতা-রাজনীতিবিদ এবং বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত কংগ্রেসের বিক্রমাদিত্য সিংয়ের বিরুদ্ধে মান্ডি লোকসভা আসনে লড়ে, ৭৪,৭৫৫ ভোটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন। এর পরেই শপথ নিতে রবিবার পৌঁছেছেন রাষ্ট্রপতি ভবনে।