শেষ আপডেট: 16th April 2024 15:06
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মেদিনীপুরে দেবাংশু ভট্টাচার্যকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান দিলেন বিজেপি কর্মীরা। সঙ্গে উঠল জয় শ্রীরাম ধ্বনি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে।
মঙ্গলবার নন্দীগ্রামে প্রচার করেন তমলুক লোকসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। সেই সময় নন্দীগ্রাম ২ ব্লকের ঘোলপুকুর কালীবাড়ি এলাকায় যান তিনি। সেখানে তাঁকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান দেন বিজেপি কর্মীরা। জয় শ্রীরাম ধ্বনিও তোলেন তাঁরা।
এরপরে ওই এলাকায় একটি জনসভা ছিল দেবাংশুর। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। বলেন, "ওরা আমাকে দেখে জয় শ্রীরাম বলেছে, আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে। আমি হরেকৃষ্ণ বলেছি।"
শুধু তাই নয়, গো ব্যাক স্লোগান নিয়ে দেবাংশুর দাবি, "বিজেপির মতো দলকে নিয়ে তিনি কিছুই মন্তব্য করতে চান না।"
চড়া রোদে এলাকায় ঘুরে ঘুরে এদিন নন্দীগ্রামে ভোট প্রচার করেছেন দেবাংশু। মাঝ রাস্তায় গ্রামবাসীদের কাছ থেকে জল-সরবত খান তৃণমূলের এই প্রার্থী। এই প্রসঙ্গে দেবাংশু বলেন, "ভোটের গরম, প্রাকৃতিক গরম দুটোই আছে, এই পরিস্থিতির মধ্যে যদি এমন মায়েরা থাকেন, যাঁরা ঠান্ডা পানীয় দিয়ে সাহায্য করেন, তবে শরীরও ঠান্ডা হয়ে যায়।"