Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকারকোনও গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই! ২১ জুলাই বিজেপির 'উত্তরকন্যা অভিযান' প্রসঙ্গে মমতাবাংলাভাষীদের উপর আক্রমণ, অনেক দিন পর একসঙ্গে মিছিলে হাঁটবেন মমতা-অভিষেকচন্দননগরের নামী স্কুলে ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ, প্রধান শিক্ষক আটকমুখ্যসচিবের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন চাকরিহারারা, আজকের মধ্যেই 'যোগ্য' তালিকা প্রকাশের দাবি
Lok Sabha Election 2024

রোড-শো চলার সময় উড়ে এল ঢিল, কপাল ফাটল অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন রেড্ডির

রোড-শো চলার সময়ে তাঁকে লক্ষ্য করে ঢিল ছোড়ে কেউ। কপালে লেগে রক্তারক্তি কাণ্ড হয়।

রোড-শো চলার সময় উড়ে এল ঢিল, কপাল ফাটল অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন রেড্ডির

শেষ আপডেট: 15 April 2024 06:18

দ্য ওয়াল ব্যুরো: ভোটের প্রচারে বেরিয়ে ঢিলের ঘায়ে আহত হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপি প্রধান জগন্মোহন রেড্ডি। সূত্রের খবর, শনিবার প্রচারে বেরিয়েছিলেন তিনি। রোড-শো চলার সময়ে তাঁকে লক্ষ্য করে ঢিল ছোড়ে কেউ। কপালে লেগে রক্তারক্তি কাণ্ড হয়। ঘটনার জেরে বন্ধ হয়ে যায় রোড-শো।

বিজয়ওয়াড়ায় ভোটের প্রচারে বেরিয়েছিলেন ওয়াইএসআরসিপির প্রধান। সেখানে ‘মেমান্থা সিদ্ধম’ র‌্যালি চলছিল তাঁর। হুডখোলা গাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। সকলের সঙ্গে কথাও বলছিলেন। এই জনসংযোগ যাত্রায় বহু মানুষের ভিড় হয়েছিল। আচমকাই একটি ঢিল উড়ে আসে জগন্মোহন রেড্ডির দিকে। কপালে মাঝখানে গিয়ে আঘাত করে সেটি। রক্ত বেরোতে থাকে কপাল দিয়ে।

জানা গেছে, বাম ভ্রূ-র উপরে ঢিলের আঘাতে কেটে গেছে মুখ্যমন্ত্রীর। তাঁর চোখ কোনওভাবে বেঁচে যায়। ঘটনার পরেই মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাম চোখের উপরে দুটো সেলাই পড়ে। প্রাথমিক চিকিৎসার পরে তিনি এখন ঠিক আছেন বলেই খবর।

সূত্রের খবর, জগনের বাঁ চোখের উপরেই ক্ষত তৈরি হয়েছে। ঘটনার সময়ে মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন বিধায়ক ভেল্লামপল্লি। তাঁরও আঘাত লেগেছে বলে খবর। তবে সেসবের তোয়াক্কা না করেই মুখ্যমন্ত্রী আবার প্রচার শুরু করবেন বলে জানা যাচ্ছে। 


ভিডিও স্টোরি