Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টারবাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত দু'টি ট্রলারগালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর৭২ ঘণ্টায় পাঁচজন গ্রেফতার, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রকারীকে হাসনাবাদ থেকে ধরল পুলিশআবারও আকাশ কালো, রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের ছয় জেলায় সতর্কতা, জল ছাড়ছে ডিভিসিভোটার তালিকা সংশোধন ঘিরে চিন্তায় বিহার বিজেপিও, নাম বাদ গেছে বহু দলীয় সমর্থকেরএয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার আগে জ্বালানি সুইচ নিয়ে সতর্ক করেছিল ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাবাক্ স্বাধীনতা সীমাহীন নয়, কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলায় কেন বলল সুপ্রিম কোর্ট
Lok Sabha election 2024

সমস্ত ভিভিপ্যাট স্লিপ গণনার দাবি! কমিশনের জবাব চাইল সুপ্রিম কোর্ট

প্রতিটি বিধানসভা এলাকায় র‍্যান্ডম সিলেকশনের মাধ্যমে পাঁচটি ইভিএম নির্দিষ্ট করে সেগুলির ভিভিপ্যাটের গণনা করা হয়।

সমস্ত ভিভিপ্যাট স্লিপ গণনার দাবি! কমিশনের জবাব চাইল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 2 April 2024 02:10

দ্য ওয়াল ব্যুরো: প্রতিটি বিধানসভা এলাকায় র‍্যান্ডম সিলেকশনের মাধ্যমে পাঁচটি ইভিএম নির্দিষ্ট করে সেগুলির ভিভিপ্যাটের গণনা করা হয়। এমন রীতি চলে আসছে। তবে এখন থেকে প্রতিটি বিধানসভা এলাকার সমস্ত ভিভিপ্যাট স্লিপ গণনা করা সম্ভব কি না, কমিশনের কাছে তা জানতে চাইল শীর্ষ আদালত।

এ ব্যাপারে সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছিলেন আইনজীবী ও সমাজকর্মী অরুণ কুমার আগরওয়াল৷ ওই মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভই ও সন্দীপ মিশ্রর বেঞ্চ।

আদালতে অরুণবাবু জানান, প্রতিটি ভোটার যেন ভিভিপ্যাটে নিজেদের নিজেদের স্লিপ নিজে হাতে জমা দিতে পারে এবং প্রতিটি ভোট গোনার ক্ষেত্রে যেন ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখা হয়৷ এর জন্য প্রতিটি কেন্দ্রে ভিভিপ্যাট সামলানোর জন্য অতিরিক্ত সময় ও অতিরিক্ত আধিকারিক নিয়োগ করারও আবেদন জানান তিনি। সেক্ষেত্রে ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে ভিভিপ্যাট স্লিপ গণনার কাজ সম্পূর্ণ হবে বলেও আদালতে জানিয়েছেন তিনি।

আবেদনেকারীর তরফে আদালতে এও বলা হয়,  সরকার প্রায় ২৪ লক্ষ  ভিভিপ্যাট কেনার জন্য যেখানে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করেছে,  সেখানে মাত্র ২০ হাজার ভিভিপ্যাটের স্লিপ যাচাই করা হবে কেন। এরপরই প্রতিটি ভিভিপ্যাটের স্লিপ গণনা বাধ্যতামূলক করার আবেদন জানানো হয়।

আদালত এ ব্যাপারে কমিশনের জবাব তলব করেছে। আদালতের নির্দেশ সামনে আসার পরই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে টুইট করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।


ভিডিও স্টোরি