শেষ আপডেট: 19th April 2024 14:57
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি ক্ষমতায় এলে এনআরসি, সিএএ-র পাশাপাশি অভিন্ন সিভিল আইনের মাধ্যমে মানুষের ধর্মীয় রীতিনীতিও কেড়ে নেবে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুর্শিদাবাদের হরিহরপাড়ার কৃষক বাজার ময়দানে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মোদী কী গ্যারান্টি দিচ্ছে? অভিন্ন সিভিল কোর্ট করবে বিজেপি। ওটা চালু হলে আপনার আলাদা বলে কোনও ধর্মীয় রীতি থাকবে না। আর যেটাকে ওরা হিন্দু ধর্ম বলছে, সেটা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের হিন্দু ধর্ম নয়, বহিরাগতদের চাপিয়ে দেওয়া দস্যু দাঙ্গা ধর্ম।"
মমতার কথায়, এই যে হিন্দুদের বিয়ে হয় সন্ধেতে, মুসলিমদের দিনের বেলায় কিংবা আদিবাসীরা কি রকম দোলায় চেপে বিয়ে করতে যায়- এই সব রীতি ওরা তুলে দিতে চাইছে।
এনআরসির প্রসঙ্গে টেনে মুখ্যমন্ত্রী এদিনও হুঁশিয়ারির সুরে বলেন, "দরকার হলে না খেয়ে থাকব, তবে বাংলায় এনআরসি করতে দেব না। জীবন বাজি রেখে বলছি। আমার জীবন থাকতে এনআরসি করতে দেব না।’’
মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের ইদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পরিযায়ী শ্রমিকেরা যাঁরা রমজানে বাড়ি এসেছেন, ভোট না দিয়ে নড়বেন না এক পা-ও। ভোট না দিলে আধার কার্ড থেকে আপনার নাম বাদ দিয়ে দেবে। সিএএ, এনআরসি-তে নাম ঢুকিয়ে দেবে। এভাবেই ওরা অসমে ১৯ লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল।"
এবারের ভোটকে স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় লড়াই বলে দাবি করে তৃণমূল নেত্রী বলেন, "মোদী যদি আবার ক্ষমতায় আসে দেশে গণতন্ত্র, স্বাধীনতা বলে কিছু থাকবে না। তাই দেশকে বাঁচাতে মোদীকে, বিজেপিকে হাটাতে হবে"।