শেষ আপডেট: 26th March 2024 15:55
দ্য ওয়াল ব্যুরো: ডান-বাম নির্বিশেষে সকলের ভোট যেন তাঁর ঝুলিতে আসে, এমন মনোভাব নিয়ে সকাল থেকেই প্রচারে নেমে পড়েছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং। মঙ্গলবার সাত সকালে আর্শীবাদ নিতে পৌঁছে গিয়েছিলেন ব্যারাকপুরের সিপিআইএমের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন সংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে।
সেখান থেকে বেরিয়ে অর্জুন যান কাঁকিনাড়া অঞ্চলের তৃণমূল নেতা প্রিয়াংশু পান্ডের বাড়িতে। প্রিয়াংশুর স্ত্রী জ্যোতি পান্ডে ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এলাকায় যথেষ্ট সুনাম আছে প্রিয়াংশুর বাবা পূজারী ধনুষধারী পান্ডের। তাঁর কাছ থেকে ভোটের আর্শীবাদ নেন অর্জুন। বেশ কিছুক্ষণ ওই তৃণমূল নেতার বাড়িতে ছিলেন ব্যারাকপুরের সাংসদ।
উনিশের লোকসভা ভোটে টিকিট না পেয়ে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। ভোটে জেতার পর অবশ্য ফের তৃণমূলে ফেরেন। তবে এবারেও অর্জুনের ভাগ্যে টিকিট জোটেনি। পরিবর্তে তৃণমূল প্রার্থী করেছে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। ফলে আবার ভোটের মুখেই গেরুয়া শিবিরে ফিরেছেন অর্জুন। বিজেপি তাঁকে প্রার্থীও করেছে।
স্বাভাবিকভাবে তৃণমূলের স্থানীয় নেতা প্রিয়াংশুর বাড়িতে বিজেপি প্রার্থীর আগমন ঘিরে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তাহলে কি ঘাসফুল বদল করে প্রিয়াংশু গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন? জল্পনাকে আরও চড়িয়ে দিয়েছেন প্রিয়াংশু নিজেই।
'অর্জুনদা আমার অভিভাবক। ওর হাত ধরেই রাজনীতিতে যোগ দিই', জানিয়ে প্রিয়াংশু বলেন, "অপেক্ষা করুন। সময় আসলে অনেক কিছু দেখতে পাবেন!"
ধোঁয়াশা বজায় রেখে অর্জুনও বলেছেন, "যুদ্ধে চাণক্যের প্রয়োজন আছে। ছোট ভাই প্রিয়াংশুকে সঙ্গে নেব।"
কাঁকিনাড়া অঞ্চলে যথেষ্ট প্রভাব রয়েছে প্রিয়াংশুর বাবা ধনুষধারী পান্ডের। পর্যবেক্ষকদের মতে, প্রিয়াংশুকে দলে টেনে ওই এলাকায় তৃণমূলকে ভোটে টেক্কা দিতে চাইছেন অর্জুন।