শেষ আপডেট: 15th April 2024 19:41
দ্য ওয়াল ব্যুরো: দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি তথা গ্যারান্টি রক্ষা করতে না পারলে সরে যাব। বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রথম প্রধানমন্ত্রী সরাসরি জানিয়েছেন, কথা রাখতে না পারলে সরে যাবেন।
আর চারদিনের মাথায় দেশে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। ১৯ এপ্রিল প্রথম দফায় ১০২ আসনে ভোট নেওয়া। ওই দিনই তামিলনাড়ুর ৩৯ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রথম দফায় বাংলায় ভোট হবে উত্তরবঙ্গের তিন আসনে। এমন সন্ধিক্ষণে প্রধানমন্ত্রী দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন।
তাঁকে প্রশ্ন করা হয়, বিজেপি একটি বড় দল। তাদের অসংখ্য প্রার্থী। অথচ আপনি মোদী কি গ্যারান্টির কথা বলছেন।
আসলে প্রতিটি জনসভায় প্রধানমন্ত্রী মানুষকে তাঁর সরকারের প্রতিশ্রুতির কথা শুনিয়ে বলছেন, এটা হল মোদীর গ্যারান্টি। রবিবার বিজেপি যে সংকল্পপত্র বা ইস্তাহার প্রকাশ করেছে তাতেও মোদী কি গ্যারান্টির উল্লেখ রয়েছে।
প্রধানমন্ত্রী জবাবে বলেন, বিরোধী শিবিরে আমার পূর্বসূরিরা অনেকেই কথা দিয়ে কথা রাখেননি। ক'দিন আগে বিরোধী দলের এক নেতাকে বলতে শুনলাম এক ঝটকায় দারিদ্র্য দূর করে দেব। আমি বলি, যারা পাঁচ ছয় দশকে যা পারলেন না, তারা এক ঝটকায় কী করে করবেন?
প্রধানমন্ত্রী বলেন, মোদী কি গ্যারাটি মানে আমি যা বলছি তা পালন করার দায় নিচ্ছি। কাউকে তো দায়িত্ব নিতে হবে। তা না হলে তো প্রতিশ্রুতি অর্থহীন হয়ে যায়।
সাক্ষাৎকারে রাম মন্দির সংক্রান্ত প্রশ্নের জবাবে বিরোধীদের ফের একহাত নেন মোদী। ওই ইস্যুতে বিরোধী ও শাসক একে অপরকে আক্রমণ করে চলেছে। এই বিষয়ে মোদীর দাবি, রাম মন্দির নিয়ে বিজেপি আদৌ রাজনীতি করছে না।
মোদীর কথায়, রাম মন্দির নিয়ে রাজনীতির সূত্রপাত বিজেপি তৈরির আগে। বিরোধীরাই রাম মন্দির নিয়ে গোড়া থেকে রাজনীতি করেছে। এখন মন্দির ইস্যু বিরোধীদের হাতছাড়া হয়ে গিয়েছে। কারণ, আমন্ত্রণ করা সত্বেও বিরোধীরা রাম মন্দিরের উদ্বোধন বয়কট করে।
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এক দেশ এক ভোটের পক্ষে ফের সওয়াল করেছেন। বলেছেন, এতে দেশের খরচ অনেক বেচে যাবে।