হেমন্ত সোরেন
শেষ আপডেট: 6 June 2024 02:35
দ্য ওয়াল ব্যুরো: দরিদ্র, বঞ্চিত, নিপীড়িত, দলিত এবং সংখ্যালঘু গোষ্ঠীর কণ্ঠস্বর হল ইন্ডিয়া জোট। এবার সেই কণ্ঠই সাংসদে শুনতে পাওয়া যাবে আরও স্পষ্টভাবে। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে এমনটাই লিখলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, জেলবন্দি হেমন্ত সোরেন। তিনি ইন্ডিয়া জোটের সমর্থকদের ধন্যবাদ জানিয়ে উল্লেখ করেছেন, 'যেখানে হেমন্ত আছে, সেখানেই সাহস আছে।'
মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই এই মন্তব্য এক্স হ্যান্ডেলে পোস্ট করেন হেমন্ত। অন্যদিকে, বুধবার দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে ইন্ডিয়া জোট। তার পরেই বৈঠকের পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও জনগণকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, যে ইন্ডিয়া জোট বিজেপির ফ্যাসিবাদী শাসনকে প্রতিহত করবে।
খাড়্গের কথায়, 'দেশের জনগণের কাছে আমরা কৃতজ্ঞ, যে তাঁরা আমাদের জোটকে অভূতপূর্ব সমর্থন দিয়েছেন। এটাই বিজেপি এবং তাদের ঘৃণা ও দুর্নীতির রাজনীতির উপযুক্ত জবাব।” তিনি বলেন, ভারতীয় সংবিধান রক্ষা, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করা এবং মোদীর নেতৃত্বাধীন বিজেপির ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়াই ইন্ডিয়া জোটের লক্ষ্য।
কংগ্রেস প্রেসিডেন্সিয়াল প্যালেসে অনুষ্ঠিত ইন্ডিয়া গ্রুপের এই বৈঠকে খাড়্গে ছাড়াও উপস্থিত ছিলেন দলের সভাপতি সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল, জেএমএম এমপি এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী এন কে প্রেমাচন্দ্রন। ছিলেন আপ সাংসদ রাঘব চাড্ডা, আরজেডি নেতা তেজস্বী যাদব, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, এসসিপি চেয়ারম্যান শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলে, দীপঙ্কর ভট্টাচার্য, স্ট্যালিন প্রমুখ।
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের বিজেপি ২৪০টি আসন জিতেছে, যা ২০১৯ সালের ৩০৩টি আসনের থেকে বেশ কম। তবে এনডিএ-র মোট আসন ২৯২। অন্যদিকে কংগ্রেস দল উল্লেখযোগ্য ভাবে ৯৯টি আসন জিতেছে। ইন্ডিয়া জোট ২৩০টি আসন জিতে সমস্ত প্রত্যাশা ছাপিয়ে গেছে।