দেবকে নিয়ে তৃণমূলের বিজয় উৎসব ও বিজেপি প্রার্থী হিরণ।
শেষ আপডেট: 25th May 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: তখনও ঘড়ির কাঁটায় ৫টা বাজেনি। বহু বুথে ভোটারদের লাইন। কিন্তু আর ধৈর্য্য ধরে রাখতে পারলেন না কর্মীরা। ঘাটালের দু'বারের সাংসদ-প্রার্থী দেবকে নিয়ে রীতিমতো ‘বিজয় উৎসব' শুরু করে দিলেন তৃণমূল কর্মীরা।
কেশপুরে তৃণমূল শিবিরের এই উচ্ছ্বাসের মধ্যেই কিছুটা দূরে বিজেপির পার্টি অফিসে ধরা পড়ল অন্য ছবি। সেখানে বসে রাগে গজগজ করছিলেন বিজেপি প্রার্থী তথা খড়গপুরের বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। বললেন, "কেশপুরে ভোট কোথায় হল? তৃণমূল তো সব তো লুঠ করে নিল! কেশপুরে পুনর্নির্বাচন চাই। কমিশনে যাচ্ছি।"
উনিশের লোকসভা ভোটে ঘাটাল লোকসভা থেকে প্রায় ১ লক্ষ ৮ হাজার ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। বিজেপির বক্তব্য, দেবের এই লিডের সিংহভাগই জুগিয়েছিল কেশপুর।
এবারে কেশপুরে তৃণমূলের 'ছাপ্পা' ঠেকাতে সকাল থেকেই কেশপুরের মাটি কামড়ে পড়েছিলেন হিরণ। তাঁর অভিযোগ, "কেন্দ্রীয় বাহিনী থাকলেও রাজ্য পুলিশ তৃণমূলের কথায় তাদের মিসগাইড করেছে। বহু জায়গায় প্রকৃত ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। আমার যাতায়াতের পথেও বাধা তৈরি করেছে। পুরো বিষয়টা কমিশনে জানাচ্ছি।"
এদিন সকালে ভোট শুরুর পর থেকেই কেশপুরের বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর এসেছে। যদিও পরিস্থিতির জন্য হিরণকেই দায়ী করেছেন দেব। ঘাটালের দু'বারের সাংসদের কথায়, "গত কয়েকদিন ধরে হিরণ বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করে এলাকায় হিংসা ছড়ানোর চেষ্টা করেছে। তার ফলে কিছু এলাকায় গোলমালের পরিস্থিতিও তৈরি হয়। তবে মানুষের স্বতস্ফূর্ততা থেকে স্পষ্ট, তাঁরা হিরণকে প্রত্যাখ্যান করেছে। এটা বুঝতে পেরেই, এখন পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছে বিজেপি প্রার্থী।"
কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী, বিকেল পাঁচটে পর্যন্ত ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রদত্ত ভোটের হার ৭৮.৯২ শতাংশ। দিনের শেষে প্রদত্ত ভোটের হারের শতাংশ আরও কিছুটা বাড়তে পারে। এখন দেখার, হিরণের অভিযোগ সম্পর্কে কমিশন কী সিদ্ধান্ত নেয়।