ভুয়ো এজেন্ট ধরা পড়ল ডায়মন্ড হারবারে - নিজস্ব চিত্র
শেষ আপডেট: 1 June 2024 19:50
দ্য ওয়াল ব্যুরো: সপ্তম দফা ভোটের শুরু থেকেই রাজ্যজুড়ে একাধিক অশান্তির ঘটনা ঘটেছে। এবার সংবাদ শিরোনামে উঠে এল ডায়মন্ড হারবার। সেখানে সিপিএমের এজেন্ট সেজে বুথে বসে ছিলেন তৃণমূল নেতা, এমন অভিযোগ উঠেছে! অভিযোগ করেছেন ডায়মন্ড হারবারের বাম প্রার্থী প্রতীক উর রহমান।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আটকৃষ্ণ রামপুরের ২৭১ নম্বর বুথের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভুয়ো এজেন্ট বসে আছেন এমন খবর পেয়েই তাঁকে বুথ থেকে বের করে দেন প্রিসাইডিং অফিসার। এরপরই বুথের বাইরে সেই এজেন্টের সঙ্গে কার্যত হাতাহাতি হয় সিপিএম প্রার্থী প্রতীক-উর রহমানের। এলাকায় জমায়েত তৈরি হলে সেই ব্যক্তি মুখ লুকিয়ে পালান। সিপিএম বলছে, ওই ব্যক্তি তৃণমূলের নেতা, ভোট লুট করার ধান্দায় এসেছিল।
প্রতীক উর রহমান জানান, বুথে তাঁর যিনি পোলিং এজেন্ট ছিলেন তাঁকে গতকাল রাতে মারধর করা হয়। ফলে তাঁর আসতে একটু দেরি হয়েছিল। কিন্তু ভোটকেন্দ্রে এসেই তিনি দেখেন যে তাঁর জায়গায় অন্য এক তৃণমূল কর্মী বিশ্বনাথ নস্কর সিপিআইএমের এজেন্ট হিসাবে বসে রয়েছেন! সিপিআইএম প্রার্থী বলেন, ''যিনি আমার এজেন্ট হয়ে বসে রয়েছেন তিনি আমাকেই চেনেন না। প্রিসাইডিং আফিসার কোনও কথা বলতে চাননি। তৃণমূলের আমলে সব কিছুই সম্ভব, ভুয়ো পুলিশ, ভুয়ো আফিসার, ভুয়ো শিক্ষক, এবার ভুয়ো এজেন্ট।''
এদিকে কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী শায়রা শাহ হালিমের নির্বাচনী এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে। ১২৭ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তৃণমূল আশ্রিত কিছু গুন্ডা তাঁর ওপর চড়াও হয়। কৌস্তভের দাবি, বুথের বাইরে তৃণমূল কর্মীরা ভোটারদের ভয় দেখাচ্ছিলেন। খবর পেয়ে সেখানে পৌঁছন তিনি। সেখানেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। কৌস্তভের মাথায় আঘাত লেগেছে।
এই ঘটনায় একদমই ভীত নন সিপিএম প্রার্থীর এজেন্ট। তাঁর বক্তব্য, ভোটের লাইন থেকে বেরিয়ে সাধারণ মানুষ তাঁকে উদ্ধার করেছেন। এটাই সবথেকে ইতিবাচক ব্যাপার। মানুষ বুঝেছেন যে কী অবস্থা তৈরি হয়েছে রাজ্যে। মানুষ এর জবাব দেবেন। শেষ রক্তবিন্দু পর্যন্ত বুথে থাকবেন বলেও জানান কৌস্তভ।