শেষ আপডেট: 16th April 2024 07:50
দ্য ওয়াল ব্যুরো: ইলেকটোরাল বন্ড নিষিদ্ধ হওয়ার ফলে একদিন সবাইকে পস্তাতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে নাম না করে সুপ্রিম কোর্টের নির্দেশের তীব্র সমালোচনা করে মোদী বলেন, "ইলেকটোরাল বন্ডের মাধ্যমে স্বচ্ছতা তৈরি হচ্ছিল। কে টাকা দিচ্ছে, কোথায় সেই টাকা যাচ্ছে, এসব নিয়ে প্রকৃত তথ্য সামনে আসছিল। কিন্তু যেভাবে এই বন্ডকে নিষিদ্ধ ঘোষণা করা হল, তাতে একদিন সবাইকে পস্তাতে হবে।"
মোদীর আরও দাবি, "এর ফলে দেশে কালো টাকার লেনদেন আরও বাড়বে।"
২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে তাঁর সরকার কীভাবে কালো টাকার ব্যবহার আটকাতে একের পর এক নিয়ম চালু করেছে সেই প্রসঙ্গও এদিন ফের উল্লেখ করেছেন মোদী।
সংবাদ সংস্থার কাছে প্রধানমন্ত্রীর দাবি, "মানুষের টাকাতেই ভোট হয়, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সে কারণেই ১ হাজার, ২ হাজার টাকার নোটও বাতিল করা হয়েছে। স্বচ্ছতা বজায় রাখার জন্যই বন্ড চালু করা হয়েছিল।"