শেষ আপডেট: 27th March 2024 18:37
দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী বন্ড শুধু এ দেশের বৃহত্তম দুর্নীতি নয়, বিশ্বের বৃহত্তম দুর্নীতি। বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অর্থনীতিবিদ স্বামী পরকলা প্রভাকর। বরাবরই স্ত্রী নির্মলার দল বিজেপিকে বিভিন্নভাবে বিঁধে এসেছেন প্রভাকর। তাই নিয়ে দেশজুড়ে হইচই পড়েছিল। এবার ফের এক টিভি সাক্ষাৎকারে নির্বাচনী বন্ড নিয়ে বিজেপিকে শূলে চড়ালেন তিনি। দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ প্রভাকর নির্বাচনী বন্ড ইস্যুতে বিজেপিকে বিরাট মূল্য চোকাতে হবে বলে সাক্ষাৎকারে মন্তব্য করেন।
তিনি বলেন, আজকের দিনে দাঁড়িয়ে যা মনে হচ্ছে নির্বাচনী বন্ড ইস্যু আরও বড় বাঁক নেওয়ার অপেক্ষায় রয়েছে। এখন দেশের প্রতিটি মানুষ বুঝতে পারছেন, এটা শুধু ভারতের নয়, দুনিয়ার বৃহত্তম কেলেঙ্কারি। এই ইস্যুতে সরকারকে ভোটে চরম মূল্য চোকাতে হবে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নির্বাচনী বন্ডের সবথেকে ফায়দা পেয়েছে দেশের শাসকদল বিজেপি।
নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি ৬৯৮৬.৫ কোটি টাকা ঘরে তুলেছে। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। যার আয়ের পরিমাণ ১৩৯৭ কোটি। তৃতীয় স্থানে কংগ্রেস (১৩৩৪ কোটি) ও ভারত রাষ্ট্র সমিতি (১৩২২ কোটি)। গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট এই বন্ড বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে রায় দিয়েছিল।
সমাজকর্মীদের দাবি, সর্বাধিক বন্ড কেনা কোম্পানিগুলির মধ্যে ৪১টি কোম্পানির বিরুদ্ধে ইডি, সিবিআই এবং আয়কর দফতর তদন্ত চালাচ্ছে। তাদের মাধ্যমে বিজেপির ভাঁড়ারে ঢুকেছে ২৪৭১ কোটি টাকা। তল্লাশির পর এই কোম্পানিগুলি বিজেপিকে ১৬৯৮ কোটি টাকা দিয়েছে বলে সমাজকর্মীদের অভিযোগ।