শেষ আপডেট: 21st May 2024 14:26
দ্য ওয়াল ব্যুরো: তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আগামী ২৪ ঘন্টা কোনওরকম প্রচার কর্মসূচিতে অংশ নিতে পারবেন না প্রাক্তন বিচারপতি, এমনই নির্দেশিকা জারি করেছে কমিশন।
অভিজিতের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল। প্রতিবাদে সরব হয় তৃণমূল। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল রাজ্যের শাসকদল। এরপরই কড়া পদক্ষেপ নিল কমিশন।
নির্বাচন কমিশনের তরফে চিঠিতে জানানো হয়েছে, কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রচার করার সময়ে তাঁদের নীতি, কর্মসূচি এবং অতীতের কাজ ইত্যাদির মধ্যেই সমালোচনাকে সীমাবদ্ধ রাখতে হবে। বিরোধী দলের নেতা বা নেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনও মন্তব্য করা চলবে না। ভিত্তিহীন বা প্রমাণ নেই এমন কোনও অভিযোগ করা থেকে দল বা প্রার্থীদের বিরত থাকতে হবে। একইসঙ্গে এমন কোনও কথা বলা যাবে না যাতে বিরোধী প্রার্থীর মানহানি হয়। বিরোধী প্রার্থী সম্পর্কে যে কোনও কুকথা নির্বাচনী আচরণ বিধির বিরোধী।
সন্দেশখালির স্টিং অপারেশনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। গত ১৫ মে হলদিয়ার চৈতন্যপুরে বিজেপির নির্বাচনী সভা ছিল। অভিযোগ, সেখানেই মুখ্যমন্ত্রীর নাম করে আক্রমণ করেছিলেন অভিজিতবাবু। যার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে বিজেপি প্রার্থীকে বলতে শোনা যায় ‘তৃণমূল বলছে, রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে কেউ ৮ লক্ষ টাকা গুঁজে দিলে চাকরি হয়, কেউ ১০ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায়। রেখা পাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে, আমাদের প্রার্থী। সে জন্য তাঁকে ২০০০ টাকায় কেনা যায়?’
তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে গত ১৭ মে অভিজিতের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। কমিশনের কাছে লিখিত অভিযোগে অভিজিতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আর্জি জানায় রাজ্যের শাসক দল। এরপর তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করে কমিশন।
নির্বাচন কমিশন জানায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আগামী ২০ মে-র মধ্যে এই শোকজ নোটিশের জবাব দিতে হবে। আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন অভিজিতের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, সেই বিষয়ে জবাব তলব করে কমিশন। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই নির্বাচন কমিশনের শোকজের নোটিশের জবাব লিখে চিঠি পাঠান বিজেপি প্রার্থী। কিন্তু কমিশন সূত্রের খবর, অভিজিতের উত্তরে সন্তুষ্ট হয়নি কমিশন। এবার তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন।