শেষ আপডেট: 27th March 2024 16:54
দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুমন্তব্যের জন্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। ৪৮ ঘণ্টা অর্থাৎ ২৯ মার্চ বিকেল ৫টার মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।
দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুর লোকসভায় প্রার্থী করেছে বিজেপি। মঙ্গলবার প্রথম দিন প্রচারে নামার আগে দিলীপ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুমন্তব্য করেন। দিলীপ বলেন, উনি গোয়ায় গিয়ে বলেন, আমি বাংলার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে—আগে নিজের বাপ তো ঠিক করুন।
দিলীপের এই কুমন্তব্যের বিরুদ্ধে তৃণমূল কমিশনের কাছে নালিশ জানিয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও তাঁকে শোকজ চিঠি পাঠিয়েছে। এই অবস্থায় বুধবার সকালে দিলীপ প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে বলেছেন, তাঁর শব্দ চয়ন ঠিক হয়নি। কিন্তু এর পরেও তাঁকে রেয়াত করল না নির্বাচন কমিশন।
কমিশন এদিন দিলীপকে যে নোটিস পাঠিয়েছে তাতে নির্বাচনের আদর্শ আচরণবিধি তাঁকে ফের মনে করিয়ে দেওয়া হয়েছে। ওই নোটিসে লেখা রয়েছে, ভোটের সময়ে কারও ব্যক্তিগত জীবন নিয়ে কোনও সমালোচনা করা যাবে না। কোনও মহিলা সম্পর্কে এমন কোনও কথা বলা যাবে না যাতে তাঁর মর্যাদাহানি হয়।
কমিশন নোটিসে জানিয়েছে, প্রাথমিক ভাবে দিলীপ ঘোষের কথা শুনে তাদের ধারণা হয়েছে যে তিনি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন। সেই কারণে তাঁর ব্যাখ্যা চাওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে কোনও জবাব না পেলে কমিশন বুঝবে যে দিলীপ ঘোষের বলার কিছু নেই। তার পর যথাযোগ্য ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।