শেষ আপডেট: 15th April 2024 14:05
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের মুখে বাংলার আরও এক অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ মুকেশ কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে।
২০১৯ সালে মুকেশ কুমার মুর্শিদাবাদ জেলার এসপি ছিলেন। পরবর্তী সময়ে তাঁকে মুর্শিদাবাদ এবং নদীয়া রেঞ্জের ডিআইজি করা হয়। ঠিক কী কারণে আইপিএস মুকেশ কুমারকে নির্বাচন কমিশন সরিয়েছে তা স্পষ্ট নয়। কমিশনের নির্দেশনামায় শুধু উল্লেখ করা হয়েছে, এই অফিসারকে সরিয়ে আপাতত পুলিশ হেডকোয়াটারের কোনও 'নন-ইলেকশন' পদ দিতে হবে।
রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিককে চিঠি দিয়ে কমিশন জানিয়েছে, সোমবার বিকেল ৫টার মধ্যে ওই পদের জন্য তিন জনের নাম বাছাই করে কমিশনকে পাঠাতে হবে রাজ্যকে। তাঁদের মধ্যে থেকে এক জনকে মুর্শিদাবাদের নতুন ডিআইজি পদে নিয়োগ করা হবে।
তাৎপর্যপূর্ণ ব্যাপার, এই আইপিএস অফিসারের বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের কংগ্রেস প্রার্থীর দাবি ছিল, মুকেশ কুমার মুর্শিদাবাদের এসপি থাকাকালীন সব থানায় যে কজন ওসি বা আইসি ছিলেন, ডিআইজি হওয়ার পর সেই অফিসারদেরই তিনি আবার থানায় নিয়ে এসেছেন।
অধীরের অভিযোগ, ওই সব পুলিশ আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের হয়ে দিনের পর দিন কাজ করে গেছেন। এখন সেই অফিসারদেরই ফিরিয়ে নিয়ে আসা হয়েছে জেলায়। যার নেপথ্যে ছিলেন এই আইপিএস মুকেশ কুমার। এই বিষয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছিলেন অধীর। জল্পনা, তাঁর অভিযোগের প্রেক্ষিতেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।