Date : 8th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
তোলাবাজির অভিযোগে হাওড়া তৃণমূলের এক নেত্রীর স্বামীর চাকরি গেল, রাতেই নির্দেশ পুলিশ কমিশনারেটের'ঐশ্বর্যার ব্রায়ের হুকটা চেপে ধরে...' পরিচালকের কথা মতো সকলের সামনেই সেই কাজ করেন ববিউঁকি দিচ্ছে বক্ষযুগল, স্পষ্ট সবুজ ব্রাও, দিশার খোলামেলা পোশাক দেখে লোকজন বলছে, 'উফ কী সেক্সি!'দিল্লিতে পুরনো গাড়িকে আর তেল দেবে না পেট্রল পাম্প, কলকাতা কতদূর?‘মেট্রো… ইন দিনো’র সাফল্যে আপ্লুত সারা আলি খান, বললেন, 'আমি যা কিছু করি সবই...''কসবাকাণ্ডে নির্লজ্জ মিথ্যাচার করছে বিজেপি', কার্তিকের প্রসঙ্গ টেনে বড় হুঁশিয়ারি কুণালেরটলিপাড়ার অচলাবস্থায় ক্ষুব্ধ হাইকোর্ট, ৭ দিনের মধ্যে সমাধানের নির্দেশ বিচারপতিরপ্রাক্তন প্রেমিকাকে খুন, রাগের বশে ছ'মাসের শিশুকেও কোপাল যুবক! দিল্লিতে নৃশংস হত্যাকাণ্ডভারতীয় নার্সের ফাঁসি ১৬ জুলাই, শেষ চেষ্টাও ব্যর্থ হলকসবাকাণ্ড: ২২ জুলাই পর্যন্ত মনোজিৎ-সহ চার অভিযুক্তর জেল হেফাজতের নির্দেশ
Lok Sabha election 2024

বুলেটের জবাব ব্যালটে! মাওবাদী হিংসায় বাবা-ঠাকুর্দাকে হারিয়ে ভোটের ময়দানে ডাক্তারবাবু

চোখের সামনে মাওবাদীদের গুলিতে বাবা, ঠাকুর্দাকে ঝাঁঝরা হতে দেখেছেন জনজাতির তরুণ চিকিৎসক প্রকাশ কুমার গোটা। মাওবাদীরা তুলে নিয়ে গিয়েছিল ছোট ভাইকেও। বহু পরে ভাইকে উদ্ধার করতে পারলেও সে এখন শয্যাশায়ী। 

বুলেটের জবাব ব্যালটে! মাওবাদী হিংসায় বাবা-ঠাকুর্দাকে হারিয়ে ভোটের ময়দানে ডাক্তারবাবু

শেষ আপডেট: 6 April 2024 02:52

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের বস্তার। এই তল্লাট এখনও মাওবাদীদের শক্তঘাঁটি হিসেবেই পরিচিত। গুলির লড়াই এখানকার নিত্যদিনের ঘটনা।

চোখের সামনে মাওবাদীদের গুলিতে বাবা, ঠাকুর্দাকে ঝাঁঝরা হতে দেখেছেন জনজাতির তরুণ চিকিৎসক প্রকাশ কুমার গোটা। মাওবাদীরা তুলে নিয়ে গিয়েছিল ছোট ভাইকেও। বহু পরে ভাইকে উদ্ধার করতে পারলেও সে এখন শয্যাশায়ী। 

মাওবাদী বনাম বাহিনীর গুলির লড়াইয়ে স্থানীয়দের প্রাণ ওষ্ঠাগড় হওয়ার জোগাড়।এরই প্রতিকার চেয়ে এবারে ভোটের ময়দানে চিকিৎসক প্রকাশ।
বস্তারের ১০ নম্বর আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ছত্তীসগড়ের বিজাপুরের এই তরুণ।

প্রকাশের কথায়, "একদিকে মাওবাদী উপদ্রব অন্যদিকে বাহিনীর দাপট। দুইয়ের মাঝে পড়ে এলাকার সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। বছরের পর বছর একই সমস্যা চলছে। সমাধানের কোনও রাস্তা খুঁজছেন না কেউই। তাই এই সবের প্রতিবাদে এবং এলাকায় শান্তি ফেরাতে ভোটে লড়ার সিদ্ধান্ত।"

প্রকাশ মনে করেন, বুলেটের জবাবে বুলেট নয়। আলাপ-আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। নিজের ভোটে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে  প্রকাশ বলেন, "মাওবাদী বনাম বাহিনী, এলাকার মানুষকে যে ধরনের অত্যাচারের মুখোমুখি হতে হচ্ছে, যেভাবে গুলির লড়াই নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, তার সমাধান চাই। তাই ভোটে লড়ার সিদ্ধান্ত।"

মাওবাদী হামলা বনাম পুলিশি উদাসীনতার অভিযোগ এনে প্রকাশ বলেন, "ভাইকে মাওবাদীরা তুলে নিয়ে গিয়েছিল। পুলিশে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। পরে ভাইকে উদ্ধার করলেও ও এখন কোমায় আচ্ছন্ন। বাবা-ঠাকুর্দাকেও মেরেছে মাওবাদীরা।"

মাওবাদী অধ্যুষিত ছত্তীসগড়ের ১১টি লোকসভা আসনে ভোট হবে তিন দফায়- ৭, ১৯ এবং ২৬ মে। গতবারে বিজেপি ৯টি এবং কংগ্রেস ২টি আসনে জয়ী হয়েছিল। ভোটে জিতে সংসদে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমেই এলাকায় শান্তি ফেরানোর স্বপ্ন দেখছেন প্রকাশ। স্বপ্ন পূরণের পথ তৈরি হল কি না, জানা যাবে ৪ জুন। 


ভিডিও স্টোরি