শেষ আপডেট: 6 April 2024 02:52
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের বস্তার। এই তল্লাট এখনও মাওবাদীদের শক্তঘাঁটি হিসেবেই পরিচিত। গুলির লড়াই এখানকার নিত্যদিনের ঘটনা।
চোখের সামনে মাওবাদীদের গুলিতে বাবা, ঠাকুর্দাকে ঝাঁঝরা হতে দেখেছেন জনজাতির তরুণ চিকিৎসক প্রকাশ কুমার গোটা। মাওবাদীরা তুলে নিয়ে গিয়েছিল ছোট ভাইকেও। বহু পরে ভাইকে উদ্ধার করতে পারলেও সে এখন শয্যাশায়ী।
মাওবাদী বনাম বাহিনীর গুলির লড়াইয়ে স্থানীয়দের প্রাণ ওষ্ঠাগড় হওয়ার জোগাড়।এরই প্রতিকার চেয়ে এবারে ভোটের ময়দানে চিকিৎসক প্রকাশ।
বস্তারের ১০ নম্বর আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ছত্তীসগড়ের বিজাপুরের এই তরুণ।
প্রকাশের কথায়, "একদিকে মাওবাদী উপদ্রব অন্যদিকে বাহিনীর দাপট। দুইয়ের মাঝে পড়ে এলাকার সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। বছরের পর বছর একই সমস্যা চলছে। সমাধানের কোনও রাস্তা খুঁজছেন না কেউই। তাই এই সবের প্রতিবাদে এবং এলাকায় শান্তি ফেরাতে ভোটে লড়ার সিদ্ধান্ত।"
প্রকাশ মনে করেন, বুলেটের জবাবে বুলেট নয়। আলাপ-আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। নিজের ভোটে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে প্রকাশ বলেন, "মাওবাদী বনাম বাহিনী, এলাকার মানুষকে যে ধরনের অত্যাচারের মুখোমুখি হতে হচ্ছে, যেভাবে গুলির লড়াই নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, তার সমাধান চাই। তাই ভোটে লড়ার সিদ্ধান্ত।"
#WATCH | Chhattisgarh | Jagdalpur, Bastar: Prakash Kumar Gota, an independent candidate, who has completed his medical studies, decides to contest the election from Bastar Lok Sabha constituency.
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) April 5, 2024
He says, "...It was not possible to finish my medical studies here, hence I went… pic.twitter.com/T4IL72FD50
মাওবাদী হামলা বনাম পুলিশি উদাসীনতার অভিযোগ এনে প্রকাশ বলেন, "ভাইকে মাওবাদীরা তুলে নিয়ে গিয়েছিল। পুলিশে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। পরে ভাইকে উদ্ধার করলেও ও এখন কোমায় আচ্ছন্ন। বাবা-ঠাকুর্দাকেও মেরেছে মাওবাদীরা।"
মাওবাদী অধ্যুষিত ছত্তীসগড়ের ১১টি লোকসভা আসনে ভোট হবে তিন দফায়- ৭, ১৯ এবং ২৬ মে। গতবারে বিজেপি ৯টি এবং কংগ্রেস ২টি আসনে জয়ী হয়েছিল। ভোটে জিতে সংসদে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমেই এলাকায় শান্তি ফেরানোর স্বপ্ন দেখছেন প্রকাশ। স্বপ্ন পূরণের পথ তৈরি হল কি না, জানা যাবে ৪ জুন।