শেষ আপডেট: 6th May 2024 13:24
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: "পিসি-ভাইপো নয়, সাহস থাকলে আমাদের নাম বলুন।" বোলপুরের সভা থেকে বিজেপিকে এই ভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির জবাব দিলেন দুর্গাপুর-বর্ধমান লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ।
তিনি বলেন, "এতদিন পিসি-ভাইপো বলে ভোট চেয়েছেন। আজ নামটা বদনাম হয়ে গিয়েছে বলে ভয় পাচ্ছেন। আজ নাম পাল্টাবেন কেন? দলেরও নাম পাল্টাতে হবে। হোর্ডিংয়ে কোথাও তৃণমূলের নাম দেওয়া হচ্ছে না, খালি ঘাসফুল দেওয়া হচ্ছে। কারণ তৃণমূল দলটাই বদনাম হয়ে গিয়েছে।"
সোমবার দুর্গাপুরে জনসভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই দিনে দুর্গাপুরে সভা করবেন। তার আগে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজস্ব ভঙ্গিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আক্রমণ শানালেন দিলীপ ঘোষ।
তাঁর কথায়, "তৃণমূল আজ দুর্নীতির প্রতীক হয়ে গিয়েছে। হাওয়াই চটি, সাদা শাড়ি আজ দুর্নীতির প্রতীক।" রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সেবিষয়েও মুখ খোলেন দিলীপবাবু। তিনি বলেন, "যে ধরনের চক্রান্ত করে সর্বোচ্চস্তরের পদকে বদনাম করার চেষ্টা চলছে, তাতে কি পশ্চিমবঙ্গের সম্মান বাড়ছে? টিএমসিরা মহিলাদের সম্মান নিয়ে কথা বলে। অথচ মহিলাদের অসম্মানজনক কাজে লাগিয়ে সমাজের মধ্যে কী বার্তা দিতে চাইছেন তাঁরা? এটা কি পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি নাকি?"
এদিন সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পরে কাঁকসার গোপালপুর, বাঁদরা সহ রাজবাঁধের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার করেন দিলীপ ঘোষ। দুর্গাপুরে অমিত শাহের জনসভা নিয়ে মানুষের উৎসাহ রয়েছে বলেই করছেন বিজেপি প্রার্থী।