শেষ আপডেট: 23rd April 2024 13:18
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: চাকরি প্রার্থীদের থেকে যে তৃণমূল নেতারা টাকা নিয়েছেন,ঘর থেকে তাদের কলার ধরে টেনে বার করে আনার নিদান দিলেন দিলীপ ঘোষ।
মঙ্গলবার তিনি বলেন, "প্রায় তিন হাজার কোটি টাকা তুলেছে সাধারণ মানুষকে চাকরি দেবে বলে। অর্ধেক লোককে দিয়েছে, অর্ধেক লোককে দেয়নি। যারা চাকরি পায়নি তাদের টাকা গেছে। আর যারা চাকরি পেয়েছিল, তাদের টাকাও গেল, চাকরিও গেল, এখন বাবার জমি বিক্রি করে ১২ পার্সেন্ট সুদ-সহ টাকা ফেরত দিতে হবে। মমতা ব্যানার্জি হাইকোর্ট-সুপ্রিমকোর্ট দেখাচ্ছেন। আমার বক্তব্য, উনি এ সব না করে ওঁর নেতাদের বলুন সুদ-সহ টাকা ফেরত দিয়ে দিতে। যাদে ওই ছেলে-মেয়েগুলো কোর্টের নির্দেশে টাকা ফেরত দিতে পারে। আর না হলে ওই চাকরিহারাদের বলব, আসুন আমরা গিয়ে দাঁড়াচ্ছি, আপনারা ঘরে ঢুকে ওই টিএমসি নেতাদের কলার ধরে টেনে ঘরের বাইরে নিয়ে আসুন।"
সোমবার রাজ্যে এসএসসি মামলার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাতে ২০১৬ সালে প্য়ানেলভুক্ত ২৫,৭৫৩ জনের চাকরি গেছে। তারপরেই কড়া ভাষায় এই রায়ের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রায়ের বিরুদ্ধে রাজ্য যে সুপ্রিম কোর্টে যাচ্ছে, জানিয়ে দেন তাও। এ প্রসঙ্গে মঙ্গলবার দিলীপ ঘোষ রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এদিন হনুমান জয়ন্তী। সাতসকালে গদা কাঁধে দুর্গাপুরের ইস্পাত নগরীর বি-জোন বয়েজ ক্লাবের মাঠে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ ঘোষ। এসএসসি কাণ্ডে মুখ্যমন্ত্রীকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, "যতক্ষণ কোর্টের রায় ওঁর পক্ষে যাচ্ছে ততক্ষণ রায় ভাল। ওঁর বিরুদ্ধে গেলেই আর রায় মানবেন না। নির্বাচন কমিশন ওঁকে জেতালে ঠিক আছে, না জেতালেই ভুল। উনি অপকর্ম করবেন, ফল তো পাবেন, এখানেও পাবেন, ভগবানের কাছেও পাবেন। ১২ বছর ধরে পশ্চিমবঙ্গের সব দফতর আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। যে পরীক্ষা দিল না পাস করল না সেই যদি চাকরি করে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কী তৈরি হচ্ছে। আর ক্ষতি না হোক সেটাই আমরা চাইব।"
অভিষেককে সন্ত্রাসবাদীরা নিশানা করছে বলে সম্প্রতি যে খবর প্রকাশিত হয়েছে, তা নিয়েও এদিন কড়া প্রতিক্রিয়া দেন দিলীপ। বলেন, "তৃণমূল দলটাই সন্ত্রাসবাদীদের আখড়া। ওরা শাহজাহানের মতো সন্ত্রাসবাদীদের দলেই পুষে রেখেছে। কে ওদের বাইরে থেকে নিশানা করবে। পুলিশকে দিয়ে সব নাটক করানো হচ্ছে।