শেষ আপডেট: 15th April 2024 17:35
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কেন্দ্রীয় সরকার টাকা আটকে রাখায় উন্নয়নের কাজ হচ্ছে না, এমন অভিযোগ বার বার তুলেছে তৃণমূল। শাসকদলের সেই দাবিকেই নস্যাৎ করে রাজ্য সরকারের ঘাড়েই দায় চাপালেন দুই বিজেপি প্রার্থী সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া ও দিলীপ ঘোষ। তাঁদের অভিযোগ, উন্নয়নের গতিতে অন্তরায় তৈরি করছে খোদ রাজ্য সরকার। তারা হিসাবে দিয়ে দিলেই কেন্দ্র বকেয়া টাকা মিটিয়ে দেবে।
সোমবার দুর্গাপুরে সিটি সেন্টারে সাংবাদিক বৈঠক করেন এই দুই বিজেপি প্রার্থী। সেখানেই তাঁদের দাবি, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বাধার জন্যই তাঁরা কোনও কাজ করতে পারেননি।
সুরিন্দর সিংহ আলুওয়ালিয়ার দাবি, গত পাঁচ বছরে রেলের উড়ালপুল থেকে শুরু করে বর্ধমান মেডিকেল কলেজ, দুর্গাপুর মহকুমা হাসপাতালের কাজের জন্য সাংসদ তহবিলের টাকা বরাদ্দ করেছিলাম। আইন অনুযায়ী, রাজ্য সরকারের খাতে সেই টাকা আসে। কিন্তু বিজেপি সাংসদের নামে কাজ হলে শাসকদলের সমস্যা হয়। তাই ভয়ে সেই টাকা মঞ্জুর করেনি রাজ্য সরকার বলে অভিযোগ করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি বিদায়ী সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া।
এবছর বিজেপি আলুওয়ালিয়াকে প্রার্থী করবে কিনা তা নিয়ে জোর জল্পনা চলছিল। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তাঁর অনুপস্থিতির অভিযোগে এলাকায় নিখোঁজ পোস্টার দিয়ে কটাক্ষ করে তৃণমূল। অবশেষে আসানসোলের প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করে বিজেপি। এখন আলুওয়ালিয়ার দাবি, ঢাক ঢোল বাজিয়ে নয়, নিঃশব্দে তিনি নিজের কাজ করে গেছেন।
শুধু আলুওয়ালিয়াই নন, রাজ্য সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগ এনেছেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। তিনি এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে লড়ছেন। দিলীপবাবু বলেন, "কংসাবতী নদীর ওপর সেতু থেকে শুরু করে, উড়ালপুলের জন্য তার সাংসদ উন্নয়ন তহবিলের টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু বারবার রাজ্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের চিঠি পাঠিয়েও কাজ হয়নি, পরিকল্পিতভাবে বিজেপির টিকিটে নির্বাচিত প্রতিনিধির টাকায় কাজ হবে এই ভয়ে সব প্রকল্পতে জট তৈরি করেছে রাজ্য সরকার।" তবে তাঁর দাবি, যে প্রকল্পগুলিতে তাঁরা টাকা বরাদ্দ করেছেন সেগুলোর কাজ আজ, না হয় কাল হবেই।
এই সাংবাদিক সম্মেলনে দুই বিজেপি প্রার্থীর দাবি, "এতো কিছু করেও তৃণমূল জিততে পারবে না, মানুষ এবার উত্তর দেবে।"
বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে দুই বিজেপি প্রার্থীর সমালোচনা করেন কীর্তি। আলুওয়ালিয়ার নাম না করে কীর্তি বলেন, "ওনাকে তো দেখাই যায়নি। এতদিন পর আজ ঘুম ভেঙেছে, মানুষ সব জানে, আর উত্তর দেবে।" পাশাপাশি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে "পাগল লোক" বলে কটাক্ষ করেন তিনি। বলেন, "মোদী মন কি বাত শোনান, কিন্তু মানুষের মনের কথা শোনেননি, এবার মানুষ উত্তর দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন।"