প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 29th May 2024 18:53
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী যেখানে যেখানে নির্বাচনী সভা করেছেন বুধবার সেই জায়গাগুলিতেই সভা-মিছিল করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
তবে এটা যে কাকতালীয কোনও ঘটনা নয়, সকালে বারুইপুরের মঞ্চ থেকে সেটা স্পষ্ট করে মমতা বলেছিলেন, "এখানে সভা করার কথা ছিল না। মোদীর মিথ্যাচারের জবাব দিতে এসেছি।"
দুপুরে এরপরই শ্যামবাজারে পৌঁছে যান মমতা। পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত রোড শো করেন। মেটিয়াবুরুজের সভা থেকে ওই প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রী বলেন, "মোদীজি মঙ্গলবার যেখানে মিছিল করেছেন, আমি আজ সেখানেই মিছিল করলাম। মোদীজি কাল রাজনীতি করতে গিয়েছিল, আমি প্রতিবাদ করতে আজ শ্যামবাজারে গিয়েছিলাম। আর গিয়েছিলাম নেতাজিকে স্যালুট জানাতে।"
কেন একথা বলছেন, তার ব্যাখ্যা দিয়ে তৃণমূল নেত্রী বলেন, "আজও নেতাজির জন্মদিনে দিল্লি জাতীয় ছুটি দেয়নি। অথচ নেতাজি না থাকলে দেশে স্বাধীন হত না। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, প্ল্যানিং কমিশন- এগুলো নেতাজি তৈরি করেছিলেন। নেতাজি, গান্ধীজি, বাবা সাহেব আম্বেদকর না থাকলে দেশ স্বাধীন হত না। একথাগুলো বলতেই শ্যামবাজারে গিয়েছিলাম।"
জনতার উদ্দেশে এরপরই মমতা জানতে চান, "দেশ ক্যা নেতা ক্যায়সা হো?" খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই। নেতাজি, মহাত্মা গান্ধীদের প্রসঙ্গ টেনে মমতা বলেন, "ওনারা দেশের জন্য নিজেদের নিয়োজিত করেছিলেন। যিনি মানবিক, যিনি সব ধর্মের কথা বলেন। কিন্তু মোদী পিছলে গিয়ে নেতা হয়ে গেছেন! টাকার জোরে নেতা হয়ে গেছেন! আর এখন অহঙ্কারে মরছে। এই রকম মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আমি দেখিনি।"
মমতা আরও বলেন, " আজও উনি নাকি কাকদ্বীপে বলেছেন, বাঁধের জন্য টাকা দিয়েছে। ১০০ দিনের টাকা দাওনি। আবার মিথ্যে কথা বলছো। লজ্জা করে না।"