শেষ আপডেট: 24th April 2024 17:22
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে দেবাংশুকে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান উঠল। তারপরেই তুমুল উত্তেজনা দেখা দেয় গোটা এলাকায়। অভিযোগ, দেবাংশু ও সঙ্গে থাকা তৃণমূল কর্মীদের রীতিমতো তাড়া করতে দেখা যায় বিজেপির কর্মী সমর্থকদের। গ্রামবাসীদের একাংশ শামিল হন কোনওরকমে মোটরবাইকে সওয়ার হয়ে দ্রুত গতিতে এলাকা থেকে চলে যান তাঁরা।
বুধবার নন্দীগ্রামের জেলেমারা ৩৭ নম্বর বুথ ও মৌজ বৃন্দাবনপুর ৩৬ নম্বর বুথে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে গিয়েছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। প্রার্থী প্রচারে আসছেন বলে আগেই মাইক নিয়ে ঘোষণা করছিলেন তৃণমূলের দলীয় কর্মীরা। তারপরেই বিজেপির কর্মী-সমর্থকরা জড়ো হন। গ্রামবাসীদের একাংশও তাদের সঙ্গে যোগ দেন। দেবাংশু ঢুকলেই তাঁকে ঘিরে 'চোর-চোর' স্লোগান ওঠে।
দেবাংশু দেখে চোর চোর স্লোগান নন্দীগ্রামে#TheWallNews #WestBengal #westbengalnews #debangshubhattacharya #LokSabhaElections2024 pic.twitter.com/OspjmkVwTS
— The Wall (@TheWallTweets) April 24, 2024
ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। দেবাংশুর গাড়ি ঘিরে বিভিন্ন ধরনের কটুক্তি করতে শোনা যায় স্থানীয় মানুষজনকে। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
পরে দেবাংশু বলেন, জেলেমারা ও মৌজ বৃন্দাবনপুরে প্রচারে গিয়েছিলাম। তখন বিজেপির কর্মীরা পূর্ব পরিকল্পনা মতো আমার উপরে হামলা চালায়। আমাকে ধাক্কা দেওয়া হয়। কুৎসিত গালিগালাজ করা হয়। থানায় অভিযোগ জানানো হচ্ছে। থানা কোনও ব্যবস্থা না নিলে পুলিশের উচ্চতর কর্তৃপক্ষের কাছে নালিশ জানাব। নির্বাচন কমিশনেও অভিযোগ জানাব।"
তবে বিজেপির পাল্টা দাবি, কেউ দেবাংশুর সঙ্গে কোনও খারাপ আচরণ করেনি। বিজেপির নন্দীগ্রাম (১) এর মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়ুই বলেন, তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বাইকবাহিনী নিয়ে ঢুকে ওই গ্রামে অশান্তি পাকায়। তারপরেই গ্রামের মানুষ একজোট হয়ে দেবাংশুকে তাড়া করে। আমাদের এক কর্মী আহত হয়েছেন।"