শেষ আপডেট: 31st March 2024 14:04
দ্য ওয়াল ব্যুরো: অন্নপূর্ণা পুজোর পরের দিন বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা হতে পারে বলে কৃষ্ণনগরের সভা থেকে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার থেকে লোকসভা ভোটের প্রচারে নেমেছেন তৃণমূল নেত্রী। এদিন কৃষ্ণনগরের ধুবুলিয়ায় তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে সভায় বক্তৃতা দিতে উঠে উপস্থিত জনতাকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, "রাম নবমীর মতো এবারে অন্নপূর্ণা পুজোর পরের দিন দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। সবাইকে বলব সতর্ক থাকুন। ইট মারলে পাটকেল মারবেন না। ভোটের বাক্সে দেখিয়ে দিতে হবে বাংলার গর্জন কী জিনিস।"
এরপরই মমতা বলেন, "বিজেপি ভোটের জন্য সব পারে। মতুয়া থেকে মুসলিম, হিন্দু সকলের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। তাই সবাইকে সাবধান করলাম।" পর্যবেক্ষকদের মতে, বিজেপিকে ইঙ্গিত করেই একথা বলেছেন মুখ্যমন্ত্রী।
পঞ্জিকা মতে, এবারে অন্নপূর্ণা পুজো হওয়ার কথা ১৬ এপ্রিল। রাজ্যের প্রথম দফার ভোটয় রয়েছে ১৯ এপ্রিল। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, ভোটের আগে বাংলায় দাঙ্গার পরিস্থিতি তৈরি করা হতে পারে।
তবে এ ব্যাপারে জনসভায় মুখ্যমন্ত্রী বিস্তারিত আর কিছু বলেননি। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এমন আশঙ্কা প্রকাশ করার পরই প্রশাসনিক স্তরেও বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু হয়েছে। প্রশাসনের এক শীর্ষ কর্তার কথায়, "মুখ্যমন্ত্রীর নিজস্ব নেটওয়ার্ক অত্যন্ত স্ট্রং। অতীতেও বহু ক্ষেত্রে দেখা গেছে, উনি আগে থেকেই ঘটনার আন্দাজ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় বাংলায় অশান্তির পরিবেশ এড়ানো গেছে!"
প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চ মাসে রাজ্যে রাম নবমী উদযাপনের সময় হাওড়া, রিষড়া, ডালখোলায় গোষ্ঠী সংঘর্ষ ও অশান্তির ঘটনা ঘটেছিল। তাতে সংশ্লিষ্ট এলাকায় জনজীবন ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। ওই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতেই মুখ্যমন্ত্রীর এই সতর্কতা বলে মনে করা হচ্ছে। তবে এ ব্যাপারে গেরুয়া শিবিরের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।