শেষ আপডেট: 3 March 2024 16:05
দ্য ওয়াল ব্যুরো: আগামী মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতির এমন সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই জনমানসে তো বটেই, রাজনৈতিক মহলেও তীব্র শোরগোল তৈরি হয়েছে।
কোন রাজনৈতিক দলে যোগ দেবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে না জানালেও বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন, তৃণমূলে যাচ্ছেন না তিনি।
বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দেওয়া, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্ত কতখানি সঠিক বা বেঠিক, তা নিয়েও চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেলিমের কথায়, "বেকার ছেলেমেয়েদের মনে নতুন করে আশা জাগিয়েছিলেন, অনেক নির্দেশও দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মানুষের প্রতি, দেশের প্রতি ওঁনার যে একটা দায়বদ্ধতা রয়েছে, তা ওনার কথা বার্তা এবংবিভিন্ন রায়ের মধ্যে প্রতিফলিত হতে দেখেছি। এই ধরনের মানুষের বেশি করে রাজনীতিতে আসা উচিত।"
সেলিম আরও বলেন, " রাজনীতি ক্রমেই কলুষিত হয়ে যাচ্ছে। চোর, দুর্নীতিবাজদের জায়গা হয়ে যাচ্ছে। ফলে অনেক সময় মানুষ রাজনীতিতে আসতে চান না। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষেরা রাজনীতিতে এলে তাতে রাজনৈতিক ক্ষেত্র আর সমৃদ্ধ হবে। দেশকে, সংবিধানকে বাঁচাতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে তীব্রতর করার ক্ষেত্রে এই ধরনের মানুষদের বেশি বেশি করে রাজনীতিতে আসা উচিত।"
প্রসঙ্গত উল্লেখ্য, হাইকোর্ট পাড়ায় কান পাতলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাম মনস্কতার কথা শোনা যায়। তবে সূত্রের খবর, আগামী ৭ ফে্ব্রুয়ারি বৃহস্পতিবার বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিচারপতি গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিতে পারেন। সম্ভবত সেই কারণেই তিনি মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন।