Date : 18th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মোহনবাগানের উপর থেকে ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা, নতুন ফুটবলার নিতে বাধা নেই আরইজরায়েলি হামলায় তছনছ ঘনিষ্ঠ বৃত্ত, ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছেন আয়াতোল্লাহ খামেনিএখনই নিকেশ নয় খামেনিকে, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের নির্দেশ ট্রাম্পেরকসবায় স্ত্রী, পুত্রকে নিয়ে আত্মঘাতী বৃদ্ধ? মিলল 'সুইসাইড নোট'! কী লেখা তাতে?'হিরামান্ডি' ব্লকবাস্টার হিট, কিন্তু তারপর আর কাজ পাচ্ছেন না অদিতি, বলছেন, 'অপেক্ষায় আছি'কসবায় ট্যাংরা-কাণ্ডের ছায়া! একই ফ্ল্যাট থেকে উদ্ধার তিনজনের দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য১ জুলাইয়ের মধ্যে পে কমিশনের সুপারিশ রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ, রাজ্যকে হাইকোর্ট১৮ বছর পর আবার যুদ্ধের আবহে বলিউড, ফটো সেশনে 'বর্ডার ২' ছবির তারকারা, কারা থাকছেন?ডিএ মেটাতে ঋণের পথে নবান্ন?OBC: নিয়োগ প্রক্রিয়া অচল করার চেষ্টা, বিচারপতি মান্থার 'নিরপেক্ষতা' নিয়ে প্রশ্ন তৃণমূলের
abhijit gangopadhyay news

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক

আগামী মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতির এমন সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই জনমানসে তো বটেই, রাজনৈতিক মহলেও তীব্র শোরগোল তৈরি হয়েছে।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক

শেষ আপডেট: 3 March 2024 16:05

দ্য ওয়াল ব্যুরো: আগামী মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতির এমন সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই জনমানসে তো বটেই, রাজনৈতিক মহলেও তীব্র শোরগোল তৈরি হয়েছে।

কোন রাজনৈতিক দলে যোগ দেবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে না জানালেও বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন, তৃণমূলে যাচ্ছেন না তিনি।

বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দেওয়া, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্ত কতখানি সঠিক বা বেঠিক, তা নিয়েও চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেলিমের কথায়, "বেকার ছেলেমেয়েদের মনে নতুন করে আশা জাগিয়েছিলেন, অনেক নির্দেশও দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মানুষের প্রতি, দেশের প্রতি ওঁনার যে একটা দায়বদ্ধতা রয়েছে, তা ওনার কথা বার্তা এবংবিভিন্ন রায়ের মধ্যে প্রতিফলিত হতে দেখেছি। এই ধরনের মানুষের বেশি করে রাজনীতিতে আসা উচিত।"

সেলিম আরও বলেন, " রাজনীতি ক্রমেই কলুষিত হয়ে যাচ্ছে। চোর, দুর্নীতিবাজদের জায়গা হয়ে যাচ্ছে। ফলে অনেক সময় মানুষ রাজনীতিতে আসতে চান না। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষেরা রাজনীতিতে এলে তাতে রাজনৈতিক ক্ষেত্র আর সমৃদ্ধ হবে। দেশকে, সংবিধানকে বাঁচাতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে তীব্রতর করার ক্ষেত্রে এই ধরনের মানুষদের বেশি বেশি করে রাজনীতিতে আসা উচিত।"

প্রসঙ্গত উল্লেখ্য, হাইকোর্ট পাড়ায় কান পাতলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাম মনস্কতার কথা শোনা যায়। তবে সূত্রের খবর, আগামী ৭ ফে্ব্রুয়ারি বৃহস্পতিবার বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিচারপতি গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিতে পারেন। সম্ভবত সেই কারণেই তিনি মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন। 


ভিডিও স্টোরি