শেষ আপডেট: 3rd June 2024 14:47
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই চব্বিশের লোকসভা নির্বাচনের গণনা। মঙ্গলবার সাত দফা ভোটের ফল প্রকাশ হবে। গত আড়াই মাসের ভোট পর্বে বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে এসেছে। শাসক-বিরোধী উভয় শিবিরই একে অপরের দিকে সুষ্ঠুভাবে ভোটে পরিচালনায় বিঘ্ন ঘটানোর অভিযোগ তুলেছে। ভোটগ্রহণের পর এবার গণনা পর্বেও কারচুপির আশঙ্কা করছেন রাজ্যের বিরোধীরা। এই নিয়ে ভোটের ফল প্রকাশের ২৪ ঘণ্টা আগে সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হন বাম প্রার্থীরা।
সোমবার স্বচ্ছভাবে গণনার দাবি জানাতে বামেরা রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে গিয়েছিলেন। মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য ছাড়াও অন্যান্য প্রার্থীরা এদিন গণনার দিনের সার্বিক বিষয় নিয়ে কমিশনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন।
কমিশনের সঙ্গে বৈঠক করার পর মহম্মদ সেলিম জানান, গণনাকেন্দ্রে ভুয়ো কাউন্টিং অফিসারও থাকতে পারে। তাই কোনও গণনাকেন্দ্রে দলের এজেন্টদের ঢুকতে না দিলে প্রতিরোধ করতে হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, "এক্সিট পোল আসলে বিজেপির এক্সিট। ৪ জুন, গণনার দিন যাতে কেউ ভুয়ো পরিচয়পত্র নিয়ে এজেন্ট সেজে গণনাকেন্দ্রে ঢুকে না যায়, যাতে গণনাকেন্দ্রের সামনে বেশি জমায়েত না হয়, সেসব দিক খতিয়ে দেখতে কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।"
সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিমের কথায়, "আমরা আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে গণনা লুট দেখেছি। যেখানে আজকের এই বিডিও, আইসিও, এসডিও, এসপি অফিস সব ব্যবহৃত হয়েছিল। ভোটের দিন আমাদের প্রার্থীরা লড়েছে । সারাদিন ধরে ভুয়া এজেন্ট ধরেছে।"
শনিবার শেষ দফার ভোট পর্বের পরই একাধিক এক্সিট পোল প্রকাশিত হয়েছে। যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দাবি করা হয়েছে, বিজেপি তথা এনডিএ জোট ফের ক্ষমতায় ফিরছে। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে। প্রত্যাশিতভাবেই যাবতীয় ‘এক্সিট পোল’ খারিজ করে দিয়েছে বিরোধী শিবির। বিশেষ করে বাংলায় কে কোন জায়গায় রয়েছে সেটা বড় ফ্যাক্টর। এই প্রসঙ্গে এদিন মহঃ সেলিম বলেন, "এক্সিট পোলে একটা সাইকোলজিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সব গেল গেল ভাব। বিভিন্নভাবে টাকা উঠেছে এবং সেগুলো ঘুরছে। এক্সিট পোলটা যেন আগে থেকেই করে দেওয়া হয়েছিল।"
তবে বামেরাই নয়, এক্সিট পোলের ফল প্রকাশের পর রবিবার বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবাসরীয় বিকেলে দলের জেলা সভাপতি, ব্লক সভাপতি, লোকসভা ভোটের প্রার্থী এবং অবজার্ভারদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে ডেকে অভিষেক জানিয়ে দিলেন, বুথ ফেরত সমীক্ষাকে কোনও গুরুত্ব দেওয়ার দরকার নেই। তাই গণনার আগের কোনও ভাবেই হতোদ্যম হলে চলবে না। বরং গণনার জন্য যেন পুরোদস্তুর প্রস্তুতি থাকে।