শেষ আপডেট: 6th June 2024 19:59
দ্য ওয়াল ব্যুরো: একুশের বিধানসভা ভোটে বিধানসভায় শূন্য হয়ে গেছিল বাম কংগ্রেস। পরে অবশ্য সাগরদিঘির উপ নির্বাচনে জিতেছিল। তবে বাম সমর্থিত সেই কংগ্রেস প্রার্থী তৃণমূলের জার্সি পরে নিয়েছেন।
এবার লোকসভা ভোটেও ভরাডুবি হয়েছে বাম ও কংগ্রেসের। তাদের দুজনেরই ভোট শতাংশ কমেছে। তবে মন্দের ভাল হল, লোকসভা ভোটের বিধানসভা আসনওয়াড়ি ফলাফলে ১২টি আসনে এগিয়ে রয়েছে তারা।
কোন ১২টি আসন?
ওই ১২টি আসনের সবগুলিই উত্তরবঙ্গে (মুর্শিদাবাদ সহ)। দক্ষিণবঙ্গে জোট করেও খাতা খুলতে পারেনি তারা। রায়গঞ্জ লোকসভা আসনের চাকুলিয়া বিধানসভায় এগিয়ে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ তথা ভিক্টর। তিনি তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর তুলনায় চাকুলিয়া বিধানসভায় প্রায় ১২০০ ভোট বেশি পেয়েছেন। বিজেপির তুলনায় ওই বিধানসভায় প্রায় ৮ হাজার ভোট বেশি পেয়েছেন ভিক্টর। রায়গঞ্জে ভিক্টর ও কৃষ্ণ কল্যাণীর মধ্যে ভোট ভাগাভাগি হওয়ার সুবিধা পেয়েছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। ভিক্টর ২ লক্ষ ৬২ হাজার ভোট পেয়েছেন।
মালদহ উত্তর আসনটিতে জিতেছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এই আসনেও তৃণমূল ও কংগ্রেসের মধ্যে ভাল ভোট ভাগাভাগি হয়েছে। চারটি বিধানসভায় সবার চেয়ে বেশি ভোট পেয়েছে কংগ্রেস। বাম সমর্থিত সেই কংগ্রেস প্রার্থী মুস্তাক আলম চাঁচোল, রতুয়া, হরিশ্চন্দ্রপুর ও মালতিপুর বিধানসভায় এগিয়ে রয়েছেন। মুস্তাক আলম পেয়েছেন মোট ৩ লক্ষ ৮৪ হাজার ভোট। তবে চাঁচোলে দ্বিতীয় স্থানে থাকা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ভোটের ফারাক খুবই সামান্য। মাত্র সাড়ে তিন ভোট। আবার রতুয়ায় দ্বিতীয় স্থানে থাকা তৃণমূলের থেকে প্রায় ৩৩ হাজার ভোট বেশি পেয়েছেন মুস্তাক। চারটি বিধানসভায় তিনি এগিয়ে থাকলেও গাজোল, হাবিবপুর, মালদায় তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী।
মালদহ দক্ষিণ আসনে জিতেছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। তিনি চারটি বিধানসভায় তৃণমূল ও বিজেপির তুলনায় বেশি ভোট পেয়েছেন। ওই চার বিধানসভা হল— মোথাবাড়ি, সুজাপুর, ফারাক্কা ও সামসেরগঞ্জ। এই চারটি বিধানসভাতেই কংগ্রেস বিপুল ব্যবধানে তৃণমূল ও বিজেপির থেকে এগিয়ে।
বহরমপুর লোকসভায় কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী কেবল একটি বিধানসভাতেই লিড পেয়েছেন। তা হল বহরমপুর বিধানসভা। আর মুর্শিদাবাদ লোকসভা আসনে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমও কেবল দুটি আসনেই লিড পেয়েছেন। তা হল রানিনগর ও লালগোলা বিধানসভা।
লোকসভা নির্বাচনে মোটের উপর এই ১২টি বিধানসভায় এগিয়ে রয়েছেন বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা।