Date : 19th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নিখরচায় সাংবাদিকতার ইন্টার্নশিপ উইমেন্স কলেজ, ক্যালকাটায়চ্যাট জিপিটি ব্যবহারে উপকৃত নারায়ণ মূর্তি! ৩০ ঘণ্টার কাজ হচ্ছে মাত্র ৫ ঘণ্টায়Viral Video: ফ্লাইটে চাদর পেতে চলল তাস খেলা! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটপাড়াবেঙ্গালুরুতে আবাসনের নিকাশি থেকে বেরিয়ে এল মাথার খুলি-হাড়গোড়! চক্ষু চড়কগাছ কর্মীদেরUPSC NDA & CDS II 2025: বাড়ল সময়সীমা, হাতে মাত্র ২ দিন, জেনে নিন কীভাবে আবেদন করবেনরিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে চার হাজার কোটি টাকার ঋণ নিল নবান্ন ওবিসি-বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, কী বললেন মমতা? তারকেশ্বর মন্দিরের কৌশলেই দিঘায় রথের ভিড় সামলানোর ভাবনা প্রশাসনের, কী সেই কৌশল?নির্বাচন কমিশন কি বিজেপির হয়ে কাজ করছে? কালীগঞ্জের উপ নির্বাচন নিয়ে বড় প্রশ্ন চন্দ্রিমারএখনও পর্যন্ত ভর্তি পোর্টালে কতজন নথিভুক্ত হলেন, কটি আবেদন জমা পড়ল? তথ্য দিলেন ব্রাত্য
Lok Sabha Election 2024

ভোটের মুখে ভরসা 'অ্যানিম্যাল'! তৃণমূল-বিজেপিকে কোণঠাসা করতে বামেদের অস্ত্র 'জামাল কুদু'

রাজ্যের শাসক দলের দুর্নীতির খতিয়ান থেকে শুরু করে ভোটের মুখে নেতাদের দলবদল, একের পর এক নির্মাণ ভেঙে পড়া থেকে, সিন্ডিকেটের দাদাগিরি, বামেদের এই 'জামাল কুদু'তে উঠে এসেছে সবই। 

ভোটের মুখে ভরসা 'অ্যানিম্যাল'! তৃণমূল-বিজেপিকে কোণঠাসা করতে বামেদের অস্ত্র 'জামাল কুদু'

ফাইল চিত্র

শেষ আপডেট: 15 April 2024 11:36

দ্য ওয়াল ব্যুরো: হাসমুখ ববি দেওল। মাথায় মদের গ্লাস। কোমর দুলিয়ে নাচছেন। পিছনে বাজছে একটি গান। 'অ্যানিম্যাল' ছবির এই 'জামাল কুদু' গানটি শোনেননি, এমন মানুষের সংখ্যা হয়তো কম। সিনেমা রিলিজ করার পর সোশ্যাল মাধ্যমে আরও বেশি জনপ্রিয় হয়েছে এই 'জামাল কুদু'। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সেই গানটিকেই নিজেদের অস্ত্র বানালো বামেরা। তৃণমূল-বিজেপিকে সুরেলা কাঁটায় বিদ্ধ করল তাঁরা। 

রাজ্যের শাসক দলের দুর্নীতির খতিয়ান থেকে শুরু করে ভোটের মুখে নেতাদের দলবদল, একের পর এক নির্মাণ ভেঙে পড়া থেকে, সিন্ডিকেটের দাদাগিরি, বামেদের এই 'জামাল কুদু'তে উঠে এসেছে সবই। 

লোকসভা ভোট শুরু হতে আর হাতে গোনা মাত্র কদিন। সব দলই প্রচারের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই সময়ই জনপ্রিয় গানকে হাতিয়ার করে বিরোধী শিবিরকে কোণঠাসা করতে উদ্যোগী হয়েছে বামেরা। সোশ্যাল মিডিয়ায় এই গান শেয়ার করেছেন এসএফআই-এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস।  

বামেদের এই প্যারোডি ভাবনা নতুন কিছু নয়। এর আগে পঞ্চায়েত নির্বাচনে ভূমি ব্যান্ডের ‘বারান্দায় রোদ্দুর’ গানের নতুন ভার্সন এনেছিল তাঁরা। এরপর রাজ্যে বিধানসভা নির্বাচনের সময়ও হিট গান 'টুম্পা সোনা' নিয়ে প্যারোডি তৈরি করা হয়েছিল। বলাই বাহুল্য, সেই প্যারোডি ব্যাপক জনপ্রিয়ও হয়েছিল। 

রাজনৈতিক মহল অবশ্য মনে করছে, এইসব প্যারোডি বানিয়ে সিপিএম হয়তো সোশ্যাল মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করতে পারছে কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন হচ্ছে না। গত লোকসভা ভোট হোক, পঞ্চায়েত কিংবা বিধানসভা নির্বাচন, তৃণমূল-বিজেপির প্রাপ্ত ভোট শতাংশ থেকে শতহস্ত দূরেই থাকতে হচ্ছে তাদের। এই ধরনের প্যারোডি গান দিয়ে আদৌ ভোটে কোনও লাভ হয় কিনা, সেটা নিয়ে তাই প্রশ্ন থেকেই যায়।


ভিডিও স্টোরি